November 2, 2025, 9:18 pm
শিরোনামঃ
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক আসবেন : ধর্ম উপদেষ্টা জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিলের শুনানি পর্যবেক্ষণ করলেন নেপালের প্রধান বিচারপতি আমি রাজনৈতিক আক্রোশের শিকার : ট্রাইব্যুনালে হাসানুল হক ইনু আবারও ৩ বছরের জন্য জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের যমুনা অভিমুখের লংমার্চ আটকে দিয়েছে পুলিশ ৯ মাসে হাফেজ হলেন ১১ বছর বয়সী লক্ষীপুরের ইয়াছিন আরাফাত রবি মৌসুমে নাটোরে কৃষি প্রণোদনা প্রদান শুরু রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি
এইমাত্রপাওয়াঃ

মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী সাজ্জাদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আলী সাজ্জাদের বিরুদ্ধে বিস্তর অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির নীতিমালা লঙ্ঘন করে তিনি নিজ জেলার ঠিকানা গোপন করে চাকরি গ্রহণ করেছেন, ঘুষের বিনিময়ে ফায়ার লাইসেন্স ইস্যু, ভুয়া বিল বানিয়ে অর্থ আত্মসাৎ, সরকারি সম্পত্তি দখল এবং প্রশাসনিক কাজ পরিচালনায় অদক্ষ জনবল ব্যবহারের মতো গুরুতর দুর্নীতিতে তিনি জড়িত। সরকারি নিয়োগ নীতিতে নিজ জেলায় চাকরি নিরুৎসাহিত হলেও আলী সাজ্জাদ মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা হয়েও চাকরির সময় নিজের ঠিকানা দেন পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের। পরে সাবেক এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি নিজ জেলায় বদলি হন এবং তিন বছরের বেশি সময় ধরে এখানেই দায়িত্ব পালন করছেন। ডিএডি আলী সাজ্জাদ মাগুরা ফায়ার সার্ভিসের “ইন্সপেকশন রুম”—যেখানে পরিদর্শনের সময় উচ্চপদস্থ কর্মকর্তারা অবস্থান করেন—তা ব্যক্তিগত বাসস্থান হিসেবে ব্যবহার করছেন। শুধু তাই নয়, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি সরকারি রুম দীর্ঘদিন ধরে দখল করে সেখানে তার স্ত্রী ও সন্তানদের বসবাস করাচ্ছেন, যদিও তার স্ত্রী কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মরত। অফিস সহকারী মুনসুর আহমেদ দীর্ঘদিন পক্ষাঘাতে আক্রান্ত হলেও তার নামে নিয়মিত বেতন উত্তোলন হচ্ছে, যা থেকে একটি অংশ আলী সাজ্জাদ গ্রহণ করেন বলে অভিযোগ। তাকে বিনিময়ে বাড়িতে থাকার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া, অফিসে নতুন আসবাবপত্র কেনার জন্য সরকারি বাজেট থাকা সত্ত্বেও পুরাতন আসবাবপত্র যশোর অফিস থেকে এনে স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে। উচ্চমান সহকারী তানহা তাহেরা ও এহসানকে সরিয়ে দিয়ে ফায়ারম্যান পদমর্যাদার মুরশিদ ও হুরায়রাকে দিয়ে অফিসের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের মাধ্যমে খেলাধুলা, ফেস্টুন ছাপানো ও তেলের নামে লক্ষাধিক টাকার ভুয়া বিল বানিয়ে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। বহুতল ভবনের জন্য ফায়ার লাইসেন্স নিতে গেলে প্রতিটি ফাইল বাবদ মোটা অঙ্কের ঘুষ দিতে হয় বলে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন। এমনকি সরেজমিন পরিদর্শন ছাড়াই এমন অনেক ভবন—যাদের সামনে ৫-১০ ফুটেরও রাস্তা নেই—তাদেরও লাইসেন্স ইস্যু করা হয়েছে।

ডিএডি আলী সাজ্জাদের বিরুদ্ধে পূর্বে খুলনার সহকারী পরিচালক ফারুক আহমেদ তদন্ত করেন, কিন্তু তা ধামাচাপা পড়ে যায়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তাকেই বদলি করা হয়। সম্প্রতি আবারো ঢাকা সদর দপ্তরের স্টেশন অফিসার তালহাকে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও তিনি মাগুরা না এসে ঢাকায় বসেই তদন্ত শেষ করেন। ফলে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত এক মাসে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মাগুরা ফায়ার সার্ভিসে কর্মরত এক নারীকে নির্যাতনের অভিযোগ রয়েছে সহকারী পরিচালক মাসুদ সরদারের বিরুদ্ধে। সেই নারীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে একটি মিথ্যা মামলা দিয়ে তাকে কুষ্টিয়ায় বদলি করা হয়। পরবর্তীতে তার জায়গায় উপজেলা থেকে নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিকে আনা হয়।ফায়ার ফাইটার আলী হাসান ও লিডার আলেফ মোল্লার বিরুদ্ধেও ভুয়া ঠিকানা ও শিক্ষা সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে। আলী হাসান প্রকৃতপক্ষে মাগুরার হলেও চাকরির সময় ভোলার ঠিকানা ব্যবহার করেন। তিনি আগুন নির্বাপক যন্ত্র জোর করে বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার ১৫ জুলাই দুপুরে বাংলাদেশ জাসদের মাগুরা জেলা সভাপতি মহাব্বত আলী বলেন, মাগুরা ফায়ার সার্ভিসে পরিচয় গোপন করে চাকরি নেয়া, ভুয়া বিল ভাউচার নানান বিষয় আমরা অবগত হয়েছি, আমরা অচিরেই মাগুরা চৌরঙ্গি মোরে একটি মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করব।কেন বারবার তদন্তের কথা বলা হলোও তদন্ত করে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না “ফায়ার সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানে দুর্নীতির কোন জায়গা নেই। আলী সাজ্জাদ সহ দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

”ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, “মাগুরার বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয় মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামকে অবগত করা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। লিখিত ভাবে অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

”তবে অভিযুক্তদের বিষয়ে বক্তব্য চাইতে গেলে একাধিকবার চাওয়া হলেও তারা কোন তথ্য  দিতে রাজি নন। সরকারি একটি সেবামূলক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলমান এ ধরনের অনিয়ম ও দুর্নীতি কেবল একজন কর্মকর্তার অপসারণেই শেষ হওয়া উচিত নয়। এটি গোটা ব্যবস্থাপনাগত সংস্কারের দাবি তোলে। প্রশাসনের উচিৎ অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে তাদের চাকরিচ্যুত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে কেউ এমন অনিয়মের সাহস না পায়।

এবিষয়ে মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আলী সাজ্জাদ বলেন, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অনিয়ম ও দুর্নীতি এগুলো সবই মিথ্যা।

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page