মাগুরা প্রতিনিধি : মাগুরা বি এন্ড এস ইকো অটো ব্রিকস লিমিটেড প্রতিষ্ঠানে দূর্বৃত্তদের হামলা ও লুটপাট হয়েছে। বি এন্ড এস ইকো অটো ব্রিকস লিমিটেড প্রতিষ্ঠানটি মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের জাগলা ও ছোনপুর মাঠে অবস্থিত। গত সোমবার ৫ আগস্ট ও মঙ্গলবার ৬ আগস্ট তারিখে প্রায় ২ হাজার দূর্বৃত্তকারী লোকজন দলবদ্ধ হয়ে বি এন্ড এস ইকো অটো ব্রিকস প্রতিষ্ঠানে প্রবেশ করে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান গেটের সম্মুখে ১ টি জীপগাড়ি ঢাকা মেট্রো-চ ৫১-১১১১ নম্বরের গাড়িটি আগুনে পুড়ানো অবস্থায় পড়ে আছে। ব্লিডিংয়ের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে থাই গ্লাসের কাঁচের অসংখ্য টুকরো, ব্লিডিংয়ের ভিতরে অগ্নিসংযোগ, দেওয়াল টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, আসবাবপত্র, বৈদ্যুতিক সুইস, ফ্যান, ইট ভাটার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ডকুমেন্টস লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে। অটো ব্রিকসের প্রতিষ্ঠানের ভিতরে মটর মেশিন ফ্যান লুটপাট ও খোলা অবস্থায় পড়ে আছে, ২ টি বড় পাওয়ার সুইচ বক্সের ভিতরে মেশিন নিয়ে গেছে, চার্জের ব্যাটারী চালিত ৪-৫ টি গাড়ি ভাংচুর ও তার ব্যাটারী-মটর লুট, লোহার টেলা রেলিং গাড়ি লুট, বিভিন্ন মূল্যবান দামী মেশিনের পার্টস ও মটর খুলে নিয়ে যাওয়া, লোহার এ্যাঙ্গেল লুট, বড় বড় মটর খোলা অবস্থায় পড়ে আছে ও তার মূল্যবান পার্টস লুট, কারখানার সমস্ত মাঝারি ও ছোট মটর সহ বিভিন্ন প্রকারের মেশিনের পার্টসের ক্ষতি ও লুটপাট করেছে দূর্বৃত্তদের দল।
ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার বৃন্দগণ কারখানার ক্ষয়ক্ষতি পরিদর্শন করে গেছেন বলে জানা যায়। শত্রুজিৎপুর এলাকার পঙ্কজ সাহা জানান, কারখানার মেশিন ও মালামাল লুটপাট, চুরি ও ডাকাতি ঠেকাতে দিনের বেলায় ও রাতে এলাকার লোকজন দিয়ে ডিউটি করানো হচ্ছে। ডিউটিরত লোকজনদের নাম ও পরিচয় হলো জাগলা উত্তর পাড়া এলাকার কামাল হোসেন, ইয়ারুল, চাঁদ আলী, মিরজান, রিপন, জাগলা মাঠ পাড়া এলাকার নুর ইসলাম, রহিম, পুকুরপাড়া এলাকার কালা আলী, জাগলার সাগর আলী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (লিমা) এর তথ্য সূত্রে দেখা যায়, মাগুরা বি এন্ড এস ইকো অটো ব্রিকস লিমিটেড নিবন্ধিত। ধরণ- ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইটভাটা বা ব্রিকস ফিল্ড ও শ্রেণি- ডি। লাইসেন্স ও রেজিষ্ট্রেশন নম্বর ৫৫-৫৭-১-০৮৫-০০০০৮ এবং পুরনো লাইসেন্স ও রেজিষ্ট্রেশন নম্বর ৪৩৭/মাগুরা। এই কারখানায় মোট শ্রমিকের সংখ্যা ১২০ জন এর মধ্যে পুরুষ ১ শত জন ও মহিলা ২০ জন।
Leave a Reply