নিজস্ব প্রতিবেদকঃ
মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইউনিয়নের জনপ্রিয় মেম্বার মোঃ সিরাজুল ইসলাম টোকনের রিপোর্টার্স ইউনিটির অফিস ও বসত বাড়িতে দূর্বৃত্তদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সরজমিনে গত শুক্রবার ৯ আগস্ট জানা যায়, সারাদেশের একযোগে হামলায় সোমবার ৫ আগস্ট বিকাল ৪.৩০ টার সময় ২-৩ শত দূর্বৃত্ত লোকজন দলবদ্ধ হয়ে টোকনের বাড়িতে ভাংচুর, হামলা, অগ্নিকান্ড ও লুটপাট চালায়।
সিরাজুল ইসলাম টোকনের বাড়ির জিপ গাড়ি, মোটরসাইকেল, এসি, ৬ টি সিসি ক্যামেরা, পানির ট্যাংক, রান্নাঘরের পাশে খড়িতে আগুন, আসবাবপত্র, ফ্রিজ থেকে মাংস-খাবার, রান্নাঘর থেকে চালের বস্তা সহ নিত্য খাবার দ্রব্য, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির অফিস ভাংচুর, কম্পিউটার, সিসি ক্যামেরা, ওয়াইফাই মেশিন লুটপাট করে নিয়ে যায় দূর্বৃত্তদের দল। গোপন সূত্রে জানা যায়, এলাকার চুন্নু, গোয়ালপাড়ার সেলিম, গ্রামের লোকজন ও অন্য গ্রামের লোকজন দূর্বৃত্তদের হামলার সময় উপস্থিত ছিলো এবং তারাও ভাংচুর ও লুটপাটে অংশ গ্রহণ করে, যার সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। দূর্বৃত্তদের হাতে ছিলো লাঠি, বড় রামদা, ইট প্রথমে ৬ টি সিসি ক্যামেরা, ব্লিডিংয়ের থাই গ্লাস, গাড়ি ও এসি ভাংচুর পরে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। গুদাম ঘর থেকে প্রায় ১ শত মণ পেঁয়াজ লুট করে, সমস্ত মালামালের ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কবৃন্দের মাগুরা জেলা শাখা থেকে আগত মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ অনাস ৪র্থ বর্ষের ছাত্র আহম্মেদ সাজ্জাদ জানান, আমরা বেশ কয়েকজন ঘটনাস্থল পরিদর্শন করলাম যারাই করুক এটা চরম অন্যায় ও অপরাধ মূলক কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় কঠোর শাস্তি ও সাজা হবে। আমরা এই দেশ স্বাধীন করেছি অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে। যেখানে অন্যায় আছে সেখানে ছাত্র সমাজ রুখে দাঁড়াবে ছাত্র সমাজ জীবন দিয়ে সেটার পদক্ষেপ ও ব্যবস্থা এবং ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানায়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে পরবর্তীতে কোন রকমের সহিংসতা না হয় এবং পরবর্তীতে এই ক্ষতিগ্রস্থ পরিবারের কোন ভয়ভীতি না দেখানো এবং তারা যেন স্বাধীন এবং নিরপেক্ষ ভাবে বসবাস করতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাগুরা জেলা শাখার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডি বিভাগের ছাত্র নাইম মাহমুদ, ফরিদপুর রাজেন্দ্র কলেজের কেমিস্ট্রি বিভাগের ছাত্র পারভেজ আহমেদ, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের ছাত্র সাফিউর রহমান, শ্রীপুর জিকে আইডিয়াল কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র মেহেদী হাসান, শ্রীপুর সরকারি কলেজ ইসলামের ইতিহাস বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র তামজিদ শেখ, তৌফিক শেখ সহ প্রমুখ।
Leave a Reply