অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনলাইন জুয়া ও প্রতারণা বন্ধে মিয়ানমারের শ্বে কক্কো এলাকায় বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। থাইল্যান্ডের সীমান্তে অবস্থিত এ এলাকা থেকে চক্রের সঙ্গে জড়িত প্রায় ৩৪৬ জন বিদেশী নাগরিককে আটক করা হয়েছে।
সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে পরিচালিত এ অভিযানে অনলাইন জুয়া ও প্রতারণা পরিচালনার কাজে ব্যবহৃত প্রায় ১০ হাজার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা এসব এলাকায় দীর্ঘদিন ধরে স্ক্যাম সেন্টার পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি বিদ্রোহী বাহিনীকে হটিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় এমন অভিযান শুরু হয়েছে।
জানা গেছে, শ্বে কক্কো এলাকায় কার্যক্রম পরিচালনার পেছনে চীনা-কম্বোডিয়ার বংশোদ্ভূত কথিত মূলহোতা শে ঝিজিয়াংয়ের প্রতিষ্ঠান ইয়াতাই জড়িত। শে ঝিজিয়াং ২০২২ সালে থাইল্যান্ডে গ্রেফতার হন এবং গত সপ্তাহে তাকে চীনে প্রত্যর্পণ করা হয়েছে। তার বিরুদ্ধে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগ রয়েছে। তার কোম্পানি ইয়াতাই আগে থেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় ছিল।