অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারে আঘাত আনা শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের ব্যাংকক নগরীতে ক্ষয়ক্ষতির পর দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর ব্যাংককজুড়ে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে শহরের উত্তরে ধসে পড়া ৩০ তলা নির্মাণাধীন আকাশচুম্বী ভবনও রয়েছে।