অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জের শ্রীনগরে যুবদল নেতাকে থানায় ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঘণ্টাব্যাপী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। তবে এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন ছেড়ে দেন আন্দোলনকারীরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার অভিমুখে অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় মূল এক্সপ্রেসওয়েতে যান চলাচল। দেখা দেয় কয়েক কিলোমিটার যানজট।
এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় বাগবিতণ্ডায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশের আশ্বাস ও ২ ঘণ্টার মধ্যে আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা। তবে সড়কের পাশে বসে অবস্থান নেন তারা।
আন্দোলনকারীরা জানান, সুশাসন প্রতিষ্ঠায় জুলাই আন্দোলন। তবে আন্দোলনের পরও থানা থেকে এজাহারভুক্ত আসামি ছিনতাইয়ের ন্যক্কারজনক ঘটনা কেউ মানবে না। এমন হলে যে কেউ আসামিকে থানা থেকে ছিনিয়ে নেবে, বিশৃঙ্খলা তৈরি করবে। কাউকে ভোগান্তি নয়, ঊর্ধ্বতন মহল বার্তা দিতে এই সড়ক ব্লকেড।
Leave a Reply