October 24, 2025, 2:31 am
শিরোনামঃ
ভোট হবে ব্যালটে-ইভিএম বাতিল-ফিরল ‘না ভোট’ ; প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক দেশজুড়ে ভূমি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ বাংলাদেশ থেকে কাঁঠাল ও পেয়ারা আমদানিতে আগ্রহী চীন দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ৮০৩ অবাক কাণ্ড ঘটিয়ে কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা যোগ দিলেন আওয়ামী লীগে ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত ফেসবুকে পরিচয় ; বন্ধুত্বের টানে নাটোরে মার্কিন ব্যবসায়ী তেরি পারসন গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে জাতিসংঘ আদালতের নির্দেশ শত্রুর হামলা থেকে বাঁচতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করল উত্তর কোরিয়া এআই বিভাগে ৬০০ কর্মী ছাঁটাই করছে ফেসবুক-এর মালিকানা প্রতিষ্ঠান মেটা
এইমাত্রপাওয়াঃ

মুসলিমদের প্রকাশ্যে হুমকি দিয়ে কঠোর সমালোচনার মুখে বিজেপি নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মসজিদে ঢুকে মুসলিমদের খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এবং কনকাভলির বিধায়ক নীতেশ রানে। প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে নিজের সহকর্মীদের কাছেই কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত রোববার (১ সেপ্টেম্বর) আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তিনি। এতে বিরোধীরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছে। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হতেই এই বিষয়ে নিজের অবস্থান জানালো বিজেপি।

দলের মুখপাত্র তুহিন সিনহা বিজেপি বিধায়কের সমালোচনা করে বলেন, দলে এই ধরনের মন্তব্যের কোনও স্থান নেই এবং কোনও রাজনীতিবিদের কখনই এই ধরনের মন্তব্য করা উচিত নয়।

রাজ্য বিজেপি নেতা হাজি আরফাত শেখ নীতেশ রানের কঠোর সমালোচনা করে বলেন, নীতেশ রানে সীমা অতিক্রম করে ফেলেছেন। যদি নীতেশ সত্যিই মুসলমানদের ওপর আক্রমণ করতে চান তবে তাকে মসজিদে যাওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন আরাফাত শেখ। তিনি দলীয় নেতাদের নীতশকে সংযত করার আহ্বানও জানিয়েছেন।

আহমেদনগরের সাবেক বিজেপি সাংসদ সুজয় ভিখে পাটিলও রানেকে জাতি ও ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, যদি সে আমাদের জনগণকে (আহমদনগরে) বিভক্ত করার চেষ্টা করে, আমি তার মুখোমুখি হতে এখানে আছি। জেলাটি সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং আমরা কাউকে এটিকে বিঘ্নিত করতে দেব না।

এদিকে, বিজেপি বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পুলিশ দুটি এফআইআর নথিভুক্ত করেছে তার বিরুদ্ধে। একজন কর্মকর্তা জানিয়েছেন, নীতেশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page