July 31, 2025, 6:21 am
শিরোনামঃ
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মহেশপুরে বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের স্মারকলিপি প্রদান ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মানবপাচার দিবস উপলক্ষে মতবিনিময় সভা ঝিনাইদহে ত্রিশ গ্রামের দশ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে ; বিএডিসির খাল এখন কৃষকের মরণ ফাঁদ তাবলিগ জামাতের দুই পক্ষের সমস্যা মেটাতে কমিটি গঠন : ধর্ম উপদেষ্টা  ৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি আওয়ামী লীগ এমপির কাছ থেকেও ৫ কোটি টাকার চাঁদা নিয়েছে আটক রিয়াদ ও তার দল একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

মুহাম্মদ (সঃ) সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

মহান আল্ল­াহ তা’আলা বলেন- “নিশ্চয়ই আপনি (মুহাম্মদ সঃ) সর্বোত্তম চরিত্রের অধিকারী।” (সূরা ঃ নুন ঃ আয়াত ঃ ৪)
“তাদের বৈশিষ্ট্য হল, তারা রাগকে দমন করে থাকে এবং লোকজনের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করে থাকে।” (সূরাঃ আলে ইমরান ঃ আয়াত ঃ ১৩৪)

১. হযরত আনাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্ল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল­াম বলেছেন, মানব জাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী । (বোখারী ও মুসলিম শরীফ)
২. হযরত আবূ সাঈদ ও আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত,। তাঁরা দু’জনে এ ব্যাপারে রসুলুল্ল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল­াম-এর পক্ষে সাক্ষ্য দেন যে, তিনি বলেছিলেন, যে ব্যক্তি বলে- লা ইলাহা ইল্ল­াল্লাহু ওয়াল্লাহু আকবার- মহান আল্ল­াহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মহান আল্ল­াহ তার সর্বশ্রেষ্ঠ প্রভু, তার ও তার কথাগুলোকে সত্যতার স্বীকৃতি দেন। তখন মহান আল্লাহ্ বলেন- আমি ছাড়া আর কোন ইলাহ নেই এবং আমিই সর্বশ্রেষ্ঠ। আর যখন সে বলেঃ লা ইলাহা ইল্ল­াল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু- মহান আল্ল­াহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এক- তাঁর কোন শরীক নেই। এসময় মহান আল্লাহ বলেন, আমি ছাড়া আর কোন ইলাহ নেই। আমি একক, আমার কোন শরীক নেই। আবার যখন সে বলে- “লা ইলাহা ইল্লাল্লা­াহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু”- মহান আল্ল­াহ ছাড়া আর কোন মাবুদ নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই জন্য। মহান আল্ল­াহ বলেন, আমি ছাড়া আর কোন মাবুদ নেই। প্রশংসা সমস্ত আমারই জন্য এবং রাজত্ব আমারই। আর যখন সে বলে- ‘লা ইলাহা ইল্লাল্লা­াহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্ল­া বিল্ল­াহ’- মহান আল্ল­াহ ছাড়া আর কোন মাবুদ নেই এবং মহান আল্ল­াহর পক্ষ থেকে সাহায্য ছাড়া গোনাহ থেকে দূরে থাকা ও আনুগত্যের শক্তি লাভ করা সম্ভব নয়। মহান আল্ল­াহ বলেন- আমি ছাড়া আর কোন মাবুদ নেই এবং গোনাহ থেকে দূরে থাকা ও আনুগত্যের শক্তি লাভ করা আমার পক্ষ থেকে ছাড়া সম্ভব নয়। আর তিনি বললেন যে ব্যক্তি নিজের রোগের মধ্যে এ কথাগুলো বলে তারপর মারা যায়, আগুন তাকে খাবে না।  (তিরমিযী শরীফ)।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page