27 Dec 2024, 06:20 am

মুহাম্মদ (সঃ) সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

নিজস্ব প্রতিবেদকঃ

মহান আল্ল­াহ তা’আলা বলেন- “নিশ্চয়ই আপনি (মুহাম্মদ সঃ) সর্বোত্তম চরিত্রের অধিকারী।” (সূরা ঃ নুন ঃ আয়াত ঃ ৪)
“তাদের বৈশিষ্ট্য হল, তারা রাগকে দমন করে থাকে এবং লোকজনের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করে থাকে।” (সূরাঃ আলে ইমরান ঃ আয়াত ঃ ১৩৪)

১. হযরত আনাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্ল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল­াম বলেছেন, মানব জাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী । (বোখারী ও মুসলিম শরীফ)
২. হযরত আবূ সাঈদ ও আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত,। তাঁরা দু’জনে এ ব্যাপারে রসুলুল্ল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল­াম-এর পক্ষে সাক্ষ্য দেন যে, তিনি বলেছিলেন, যে ব্যক্তি বলে- লা ইলাহা ইল্ল­াল্লাহু ওয়াল্লাহু আকবার- মহান আল্ল­াহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মহান আল্ল­াহ তার সর্বশ্রেষ্ঠ প্রভু, তার ও তার কথাগুলোকে সত্যতার স্বীকৃতি দেন। তখন মহান আল্লাহ্ বলেন- আমি ছাড়া আর কোন ইলাহ নেই এবং আমিই সর্বশ্রেষ্ঠ। আর যখন সে বলেঃ লা ইলাহা ইল্ল­াল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু- মহান আল্ল­াহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এক- তাঁর কোন শরীক নেই। এসময় মহান আল্লাহ বলেন, আমি ছাড়া আর কোন ইলাহ নেই। আমি একক, আমার কোন শরীক নেই। আবার যখন সে বলে- “লা ইলাহা ইল্লাল্লা­াহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু”- মহান আল্ল­াহ ছাড়া আর কোন মাবুদ নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই জন্য। মহান আল্ল­াহ বলেন, আমি ছাড়া আর কোন মাবুদ নেই। প্রশংসা সমস্ত আমারই জন্য এবং রাজত্ব আমারই। আর যখন সে বলে- ‘লা ইলাহা ইল্লাল্লা­াহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্ল­া বিল্ল­াহ’- মহান আল্ল­াহ ছাড়া আর কোন মাবুদ নেই এবং মহান আল্ল­াহর পক্ষ থেকে সাহায্য ছাড়া গোনাহ থেকে দূরে থাকা ও আনুগত্যের শক্তি লাভ করা সম্ভব নয়। মহান আল্ল­াহ বলেন- আমি ছাড়া আর কোন মাবুদ নেই এবং গোনাহ থেকে দূরে থাকা ও আনুগত্যের শক্তি লাভ করা আমার পক্ষ থেকে ছাড়া সম্ভব নয়। আর তিনি বললেন যে ব্যক্তি নিজের রোগের মধ্যে এ কথাগুলো বলে তারপর মারা যায়, আগুন তাকে খাবে না।  (তিরমিযী শরীফ)।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Visits Today: 8358
  • Total Visits: 1439595
  • Total Visitors: 4
  • Total Countries: 1675

আজকের বাংলা তারিখ

  • আজ শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং
  • ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
  • ২৪শে জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, সকাল ৬:২০

Archives

MonTueWedThuFriSatSun
      1
23242526272829
3031     
15161718192021
293031    
       
  12345
2728     
       
     12
3456789
10111213141516
17181920212223
31      
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       

https://youtu.be/dhqhRb9y018