March 9, 2025, 12:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে ড্রাগন বাগান কেটে সাবাড় করে দিল দুর্বৃত্তরা ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনের ২৪ টি বড় সেগুন গাছ কেটে সাবাড় বিবিসি বাংলার প্রতিবেদন ; ‘অপারেশন ডেভিল হান্টে’র ১ মাসেও দেশে স্বস্তি ফেরেনি ঢাকা মহানগরীতে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছেন বেসরকারি নিরাপত্তাকর্মীরা ফেব্রুয়ারিতে সারা দেশে ৫৯৬টি সড়ক দুর্ঘটনায় ৫৭৮ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন মব জাস্টিস ‘বরদাশত’ করা হবে না : ডিএমপি কমিশনার ঢাকা মেডিকেলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরার ধর্ষিত শিশুটি পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

মুহাম্মদ (সঃ) সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

মহান আল্ল­াহ তা’আলা বলেন- “নিশ্চয়ই আপনি (মুহাম্মদ সঃ) সর্বোত্তম চরিত্রের অধিকারী।” (সূরা ঃ নুন ঃ আয়াত ঃ ৪)
“তাদের বৈশিষ্ট্য হল, তারা রাগকে দমন করে থাকে এবং লোকজনের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করে থাকে।” (সূরাঃ আলে ইমরান ঃ আয়াত ঃ ১৩৪)

১. হযরত আনাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্ল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল­াম বলেছেন, মানব জাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী । (বোখারী ও মুসলিম শরীফ)
২. হযরত আবূ সাঈদ ও আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত,। তাঁরা দু’জনে এ ব্যাপারে রসুলুল্ল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল­াম-এর পক্ষে সাক্ষ্য দেন যে, তিনি বলেছিলেন, যে ব্যক্তি বলে- লা ইলাহা ইল্ল­াল্লাহু ওয়াল্লাহু আকবার- মহান আল্ল­াহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মহান আল্ল­াহ তার সর্বশ্রেষ্ঠ প্রভু, তার ও তার কথাগুলোকে সত্যতার স্বীকৃতি দেন। তখন মহান আল্লাহ্ বলেন- আমি ছাড়া আর কোন ইলাহ নেই এবং আমিই সর্বশ্রেষ্ঠ। আর যখন সে বলেঃ লা ইলাহা ইল্ল­াল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু- মহান আল্ল­াহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এক- তাঁর কোন শরীক নেই। এসময় মহান আল্লাহ বলেন, আমি ছাড়া আর কোন ইলাহ নেই। আমি একক, আমার কোন শরীক নেই। আবার যখন সে বলে- “লা ইলাহা ইল্লাল্লা­াহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু”- মহান আল্ল­াহ ছাড়া আর কোন মাবুদ নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই জন্য। মহান আল্ল­াহ বলেন, আমি ছাড়া আর কোন মাবুদ নেই। প্রশংসা সমস্ত আমারই জন্য এবং রাজত্ব আমারই। আর যখন সে বলে- ‘লা ইলাহা ইল্লাল্লা­াহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্ল­া বিল্ল­াহ’- মহান আল্ল­াহ ছাড়া আর কোন মাবুদ নেই এবং মহান আল্ল­াহর পক্ষ থেকে সাহায্য ছাড়া গোনাহ থেকে দূরে থাকা ও আনুগত্যের শক্তি লাভ করা সম্ভব নয়। মহান আল্ল­াহ বলেন- আমি ছাড়া আর কোন মাবুদ নেই এবং গোনাহ থেকে দূরে থাকা ও আনুগত্যের শক্তি লাভ করা আমার পক্ষ থেকে ছাড়া সম্ভব নয়। আর তিনি বললেন যে ব্যক্তি নিজের রোগের মধ্যে এ কথাগুলো বলে তারপর মারা যায়, আগুন তাকে খাবে না।  (তিরমিযী শরীফ)।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page