অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে বিরল অ্যামিবাতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তবে নিহতের পরিচয় জানাতে পারেননি তারা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার শার্লট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, লোকটি সম্ভবত কলের পানি দিয়ে (চিকিৎসা পদ্ধতির অংশ হিসেবে) তার সাইনাস ধুয়ে ফেলার পরে সংক্রামিত হয়েছিল। মস্তিষ্কখেকো অ্যামিবা নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে।
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) অনুসারে, সংক্রমণ প্রায় সব সময়ই মারাত্মক। গত ২৩ ফেব্রুয়ারি ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, একজন রোগী বিরল অ্যামিবা সংক্রমণ নিয়ে এসেছেন। সম্ভবত তার কলের পানি দিয়ে সাইনাস ধুয়ে ফেলার অভ্যাস আছে। এ থেকেই তিনি আক্রান্ত হন।
বৃহস্পতিবার (২ মার্চ) রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জে উইলিয়ামস নিশ্চিত করে জানিয়েছেন, এই রোগী মারা গেছেন। কীভাবে এই সংক্রমণ ঘটেছে তা খতিয়ে দেখতে বেশ কয়েকটি সরকারি সংস্থার কর্মকর্তারা কাজ করছেন। এই ধরনের অ্যামিবা সাধারণত সুইমিং পুল, হ্রদ ও পুকুরে বাস করে।
এটি নাক দিয়ে মানুষের মধ্যে প্রবেশ করে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। যাইহোক, মুখ দিয়ে ঢুকলে এটি সাধারণত নিরাপদ। কারণ পাকস্থলীর অ্যাসিড এককোষী অণুজীবকে মেরে ফেলে। যারা সংক্রামিত হয় তাদের প্রাথমিক অ্যামেবিক মেনিনগোয়েনসেফালাইটিস নামে একটি রোগ হয়।
লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাব, বমি, বিভ্রান্তি, ঘাড় শক্ত হওয়া, ভারসাম্য নষ্ট হওয়া, খিঁচুনি বা হ্যালুসিনেশন। সিডিসি জানিয়েছে, প্রতি বছর প্রায় তিনজন আমেরিকান এই রোগে আক্রান্ত হয়। প্রায়শই তাদের মারাত্মক পরিণতি হয়।
১৯৬২ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে এই রোগে আক্রান্ত ১৫৪ জনের মধ্যে মাত্র ৪ জন বেঁচে ছিলেন। এই সংক্রমণ সাধারণত শীতকালে হয় না। কর্মকর্তারা সতর্ক করেছেন, এই ধরনের সংক্রমণ এড়াতে অপরিশোধিত কলের পানি দিয়ে নাক পরিষ্কার করা উচিত নয়।
এটি জীবাণুমুক্ত পানি দিয়ে ধুয়ে ফেলা যেতে পারে। তবে কলের পানি অন্তত এক মিনিট ফুটিয়ে ব্যবহার করার আগে ঠাণ্ডা করলে কোনো সমস্যা নেই। এছাড়া, সুইমিং পুলে যাওয়ার সময় বা গোসল করার সময় নাকে পানি না নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।
Leave a Reply