অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তার মিত্র সরকারগুলো বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের ওপর প্রকাশ্যে নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ রক কিংবদন্তি ও পিঙ্ক ফ্লয়েডের অন্যতম প্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স। তিনি মনে করেন, পশ্চিমের ‘অপরাধী উন্মাদরা’ এমন একটি ভবিষ্যত আনতে চায়, যেখানে গণহত্যার অনুমতি দেওয়া হবে।
‘গোয়িং আন্ডারগ্রাউন্ড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ৮১ বছর বয়সী এই সঙ্গীতজ্ঞ মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি নিয়ে আলোচনা করতে গিয়ে এ কথা বলেন। তিনি ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন এবং ইসরায়েল ও তার সমর্থকদের সমালোচনার জন্য সুপরিচিত।
রজার ওয়াটার্স বলেন, আমরা সম্ভবত একটি সাম্রাজ্যের অবসান দেখছি। মুখোশ খুলে পড়েছে। আমরা পশ্চিমারা সারা বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি অসহনীয় বর্বর আচরণ করছি।
তিনি বলেন, আমরা জনগণ হিসেবে আমাদের সরকারের বর্বরতাকে ঘৃণা করি। এটি মানব জাতির আত্মার জন্য একটি অস্তিত্বের লড়াই।
তিনি বিশ্বাস করেন, ফিলিস্তিনিদের পক্ষে তার সঙ্গে কোটি কোটি সমমনা সমর্থক রয়েছে।
ওয়াটার্স চলতি মাসের শুরুতে সিরিয়ায় আসাদের পতনে উল্লাস করা অ্যাক্টিভিস্টদেরও উপহাস করেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এক দশক ধরে সিরিয়ার তেল ‘চুরি’ করে আসছে।
পশ্চিমের নীতি সম্পর্কে তিনি বলেন, আমরা শক্তিশালী গুন্ডাদের একটি দল এবং আমরা চুরি করার মতো বিশ্বের সবকিছুই চুরি করতে যাচ্ছি।
Leave a Reply