অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের দায়ে চলতি বছর ইউক্রেনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন একজন ব্রিটিশ আইনজীবী। জিওফ নাইস নামের ওই আইনজীবী সাবেক সার্ব নেতা স্লোভোদান মিলোসেভিচের বিচারে প্রসিকিউশন প্যানেলের নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন যুদ্ধে দেশটির বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য ‘প্রধান অভিযুক্ত ব্যক্তি’ ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিয়ে রাজনীতিবিদদের পাশাপাশি আইনজীবীরা ‘আরো স্বাধীন ও খোলামেলাভাবে’ আলোচনা না করায় বিস্ময় প্রকাশ করেন এই ব্রিটিশ ব্যারিস্টার।
রাশিয়া ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রভাব থেকে মুক্ত করার পাশাপাশি ‘নব্য নাৎসিমুক্ত’ করতে দেশটির বিরুদ্ধে গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে আসছে। এই অভিযানে যেকোনো ধরনের যুদ্ধাপরাধ বা বেসামরিক অবস্থানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে মস্কো।
কিন্তু ব্রিটিশ এই আইনজীবী দাবি করেন, রাশিয়া ইউক্রেনে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে যা ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে বিবেচিত। কথিত ‘যুদ্ধ আইনে’ মানবতাবিরোধী অপরাধকে সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়।জেনেভা কনভেনশনসহ আরো কিছু চুক্তিতে যুদ্ধের সময় বেসামরিক অবস্থানে হামলা চালানো নিষিদ্ধ#
Leave a Reply