22 Feb 2025, 11:16 pm

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

 অনলাইন সীমান্তবাণী ডেস্ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী ক্যাম্পাসে স্বাধীনতা স্মারক মাঠে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন।

রংপুরের হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় ও বেরোবি প্রশাসনের উদ্যোগে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি বলেন, সুস্থ থাকার জন্য মেডিকেল টেস্ট ও চিকিৎসকের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ।

উপাচার্য আগামীতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখারও আহ্বান জানান।

স্বাস্থ্যসেবা ক্যাম্প সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যসেবা ক্যাম্পে ডায়াবেটিস, রক্তচাপ নির্ণয়, ওজন ও উচ্চতা নির্ণয়, তাৎক্ষণিক চিকিৎসা প্রদান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীকে জীবনাচারণ ও রোগ সম্পর্কে পরামর্শ প্রদান এবং নিবন্ধনের মাধ্যমে চিকিৎসা সম্বলিত বই প্রদান করা হয়।

এ সময় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাকির হোসেন, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. সারোয়ার জাহান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান এবং পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানা, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. এম. শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *