অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে ৩৫০ টাকা নিয়ে দুই মাদকসেবীর দ্বন্দ্বে অপর এক মাদকসেবী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিববাজার হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাদকসেবীর নাম হারুন অর রশিদ (৩৭)। তিনি শিববাজার হাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিববাজার এলাকায় দুই মাদকসেবী প্রায় সময়ই একসঙ্গে গাঁজা সেবন করতেন। ঘটনার দিন শনিবার রাতে শিববাজার হাজীপাড়া গ্রামের নেসার আলীর ছেলে মোস্তফার (৩৬) সঙ্গে হারুন অর রশিদের বাকবিতণ্ডা হয়। ৩৫০ টাকা দেনা পাওনার জের ধরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মাদকসেবী মোস্তফা ক্ষিপ্ত হয়ে হারুনকে ঘুসি মারেন। এতে হারুন পাশের একটি গাছের সঙ্গে আঘাত পান। এ সময় তার বামপাশের বুকে হৃৎপিণ্ডের পাশে ছিদ্র হয়ে রক্তপাত শুরু হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ সময় মাদকসেবী মোস্তফাকে আটকে রাখেন স্থানীয় লেকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেপ্তার করে বৈরাতীহাট তদন্তকেন্দ্রের পুলিশ।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
Leave a Reply