December 21, 2025, 12:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ; মোটর সাইকেল ও নগদ টাকা জব্দ ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ; যুবলীগ নেতার মালিকানা নিয়ে ‘গুজব’ মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই দেশে পৌঁছালো সুদানে ড্রোন হামলায় নিহত ৬ জাতিসংঘ শান্তিরক্ষীর মরদেহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন জাতীয়  কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি বিটিভির মহাপরিচালক ও অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের মাগুরার বাড়িতে আগুন বিগত ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রামের হালিশহর থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার ; ১ জন গ্রেফতার কুড়িগ্রামের জামায়াত কর্মীর হত্যার হুমকি দিয়ে ‘আই কিল ইউ’ লেখা চিরকুট প্রদান ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব
এইমাত্রপাওয়াঃ

রক্তাক্ত জনপদ ঝিনাইদহের শৈলকুপা ; দেড় দশকে ১১৬ জন খুন

এম কবীর, ঝিনাইদহ : টেন্ডারবাজী,সামাজি কোন্দল, রাজনৈতিক বিরোধ,লুটপাট এবং এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিগত আওয়ামী শাসনামলে ঝিনাইদহের শৈলকুপায় খুন হয়েছেন অন্তত ১১৬ ব্যক্তি। এসব হত্যাকান্ডে আসামি করা হয়েছে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও  বহু নিরপরাধ মানুষকে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের রোষানলে পড়ে পথে বসেছে অনেক পরিবার। অনেকে বাপ-দাদার পৈতৃক ভিটা ছেড়ে চলে গেছে অন্য এলাকায়। দখল হয়েছে ক্ষেত- ফসল,ভিটে মাটি,গরু-ছাগল। অনাবাদী রয়ে গেছে শত শত বিঘা ফসলী জমি। চিরতরে পঙ্গু হয়ে হাসপাতালে আছে অনেকে। এমনকি অনেক নিহতের পরিবারকেও এলাকা ছাড়তে হয়েছে। হত্যাকারীরা তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছত্র-ছায়ায় অবাধে করেছে এসব অপরাধ। থানা-পুলিশ আইন আদালাত থেকেছে নির্বিকার।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ থেকে ২০১০ সালে শৈলকুপায় সতেরটি হত্যাকান্ড ঘটে। ২০১১ সালে নয়টি, ২০১২ সালে আটটি, ২০১৩ সালে নয়টি, ২০১৪ সালে সতেরটি, ২০১৬ সালে আটটি, ২০১৭ সালে সাতটি, ২০১৮ সালে সাতটি, ২০১৯ সালে পাঁচটি, ২০২০ সালে আটটি, ২০২১ সালে ছয়টি, ২০২২ সালে সাতটি, ২০২৩ সালে ছয়টি ও চলতি বছর দুইজন হত্যাকান্ডের শিকার হয়েছেন।

দেড় দশকে শৈলকুপার আলোচিত হত্যাকান্ডের মধ্যে রয়েছে চলতি বছরের ২৪ জুলাই কাশীনাথপুর গ্রামের কলেজছাত্র রানা মন্ডল হত্যা, ২০২৩ সালের ২৪ অক্টোবর ইউপি সদস্য হাবিবুর রহমান রিপন হত্যা, ২০২২ সালের ৮ জানুুয়ারি বগুড়া গ্রামের কল্লোল হত্যা, ৫ জানুয়ারি কৃত্তিনগর গ্রামের অখিল কুমার হত্যা, ৩১ জুলাই পুরাতন বাখরবা গ্রামের জানিক হত্যা, ২০২১ সালের ২৫ জুলাই দামুকদিয়া গ্রামের উকিল মৃধা হত্যা, ১০ নভেম্বর যুগিপাড়া গ্রামের মিজানুর হত্যা ও একই বছরের ১৭ এপ্রিল রতন মন্ডল হত্যা, ২০২০ সালের ১২ অক্টোবর ভাটবাড়িয়া গ্রামের সুফিয়া বেগম হত্যা ও বৃত্তিপাড়া গ্রামের মোখলেসুর রহমান পাইলট হত্যা, একই বছরের ১৭ ডিসেম্বর চররূপদাহ গ্রামের রিপন হত্যা, ২০১৯ সালের ৪ আগস্ট পাইকপাড়া গ্রামের পরিজান নেছা হত্যা, ২০১৭ সালের ২৯ জুন বড়দাহ গ্রামের মনিরুদ্দীন হত্যা, ২০১৬ সালের ১৫ জানুয়ারি কবিরপুর এলাকায় শাহিনুর হত্যা, ২০১৩ সালের ১১ জুলাই সাধুখালী গ্রামের ফরেজ আলী হত্যা, ২০১২ সালের ১৩ অক্টোবর চড়িয়ারবিল বাজারের মাসুদ হত্যা, একই বছরের ১২ সেপ্টেম্বর ফুলহরি গ্রামের সাবেক ইউপি সদস্য ইদ্রিস হত্যা, ভাটইবাজারে সার ডিলার আব্দুল লতিফ হত্যা ও ২০১০ সালের ৩১ সেপ্টেম্বর লক্ষণদিয়া গ্রামের আবুল হাসেম হত্যা।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘দীর্ঘ ১৬ বছর আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী। ফলে রক্তাক্ত জনপদে পরিণত হয়েছিল শৈলকুপা। আমরা দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সামাজিক মাতবরদের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা করেছি। খুব দ্রুত এলাকায় শান্তি ফিরে আসবে।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, ‘বিচারহীনতার কারণে শৈলকুপায় একের পর এক নৃশংস হত্যাকান্ড ঘটেছে। এসব হত্যার শিকার পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তিরা এর দায় এড়াতে পারেন না।’

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ‘শৈলকুপার সামাজিক কোন্দল নিরসনে আমরা কাজ করছি। ফলে গত দুই বছরে হত্যাকান্ড কম ঘটেছে। আশা করছি, খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।’

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page