July 30, 2025, 4:25 pm
শিরোনামঃ
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মহেশপুরে বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের স্মারকলিপি প্রদান ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মানবপাচার দিবস উপলক্ষে মতবিনিময় সভা ঝিনাইদহে ত্রিশ গ্রামের দশ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে ; বিএডিসির খাল এখন কৃষকের মরণ ফাঁদ তাবলিগ জামাতের দুই পক্ষের সমস্যা মেটাতে কমিটি গঠন : ধর্ম উপদেষ্টা  ৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি আওয়ামী লীগ এমপির কাছ থেকেও ৫ কোটি টাকার চাঁদা নিয়েছে আটক রিয়াদ ও তার দল একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

রাজধানীতে মেট্রোরেলে চড়তে উচ্ছসিত মানুষের দীর্ঘ লাইন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেট্রোরেলে চড়তে সড়কে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মেট্রোরেলে চড়তে আগারগাঁও থেকে দুটি লাইনে দাঁড়িয়েছে মানুষ। একটি লাইন আগারগাঁও থেকে গেছে তালতলার দিকে। আরেকটি লাইন আগারগাঁও থেকে পাসপোর্ট অফিস ছড়িয়ে গেছে। কেউ কেউ উত্তরায় অফিসে যাওয়ার জন্য আবার কেউ কেউ মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন।

লাইনে দাঁড়িয়ে থাকা শারমিন আক্তার বলেন, গতকাল মেট্রোরেল উদ্বোধন হয়েছে। সময় যত গড়াবে, আজ লাইন তত দীর্ঘ হবে ভেবে সকাল সকাল চলে এসেছি। আমার কাছে খুব ভালো লাগছে, রাজধানীর ভেতরে রেলে চরবো ভেবে।

উত্তরায় অফিস করেন সুমন পারভেজ। তিনি বলেন, আমি মোহাম্মদপুরে থাকি। প্রতিদিন বাসে যেতে অনেক সময় লাগে। এখন থেকে রেলেই যেতে পারবো খুব কম সময়ে। মেট্রোরেল চালু হওয়ায় আমার খুব ভালো লাগছে।

আজিমপুরে বসবাস করেন সুমনা আক্তার। তিনি তার দুই বাচ্চাকে নিয়ে সকাল সকালই চলে এসেছেন মেট্রোরেলে চড়ার জন্যা। তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় লাইনে দাঁড়িয়েছি। কিন্তু লাইন সামনে এগোচ্ছেই না। পরে ভিড় হতে পারে ভেবে বাচ্চাদের নিয়ে সকাল সকাল চলে এসেছি।

এদিকে, সকাল ৮টায় মেট্রোরেল ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ছাড়তে দেখা যায়নি। সকাল ৯টা পর্যন্ত কোনো রেল ছেড়ে যায়নি বলে জানিয়েছেন লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। কিন্তু সময় যত গড়াচ্ছে, যাত্রীদের লাইন ততই দীর্ঘ হচ্ছে। সেই সঙ্গে যাত্রীদের নিয়ন্ত্রণ করতেও হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরতদের।

এর আগে গতকাল বুধবার মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে আগারগাঁও আসেন এবং আগারগাঁও থেকে আবার উত্তরা যান।

উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেলে ভাড়া ৬০ টাকা। আর মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। এছাড়া দুই স্টেশন পর পর বাড়বে ১০ টাকা।

আপাতত দৈনিক চার ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। মেট্রোরেল সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে উদ্বোধনের ১৫ দিন পর্যন্ত  আগারগাঁও থেকে উত্তরার মাঝে কোনো স্টেশনে থামছেনা মেট্রোরেল। আর সাপ্তাহিক মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল।

আজকের বাংলা তারিখ



Our Like Page