অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে আগুন লাগা ভবনের ৭তলা থেকে লাফিয়ে পড়ে নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (৩০)। গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের দিদারুল্লা গ্রামে। বাবার নাম মো. নুর ইসলাম। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে আনোয়ার তৃতীয়।
আনোয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটলে তিনি বাঁচার জন্য ভবন থেকে লাফ দেন। রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহ শনাক্ত করেন তার ছোট ভাই জুলহাস হোসেন।
তিনি বলেন, ‘আমার ভাইয়ের স্ত্রী আমেনা বেগম অন্তঃসত্ত্বা। আগুন লাগার পর ভাই ওই ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন বলে জানতে পারি। দ্রুত ঢামেক হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ শনাক্ত করেছি।’
বিসিবির পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সায়মা রহমান সিনহা ১২তলার ছাদ থেকে লাফ দিয়ে সুইমিংপুলে পড়েন। তিনি আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। সায়মা রহমান সিনহাসহ তিনজন শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন।
উদ্বারে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে যোগ দেন সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবক সদস্যরাও। নারী শিশুসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
Leave a Reply