অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে প্রবেশে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে সেখানে বুলডোজার নিয়ে প্রবেশ করতে গেলে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দফায় দফায় সাউন্ড গ্রেনেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা আবার সমবেত হয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ভেতরে ঢোকার চেষ্টা করে।
উল্লেখ্য, একদল মানুষ দুটি বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ এ প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। তারা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।
এর আগে ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন। পরে পুলিশ বুলডোজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।