অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাশকতার প্রস্তুতিকালে চারজনকে পেট্রোলবোমা ও ককটেলসহ গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-২০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রস্তুতিকালে চারজন নাশকতাকারীকে পেট্রোলবোমা ও ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আজ রাত ৮টার দিকে যাত্রাবাড়ীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।