April 5, 2025, 9:02 am
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

রাজবাড়ীতে ২৮ কেজির কাতল ৭০ হাজার টাকায় বিক্রি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি একটি কাতল মাছ। পরে মাছটি ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পরে।

স্থানীয়রা জানায়, ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জাল ফেলেন শওকত হালদারসহ তার সহযোগিরা। পরে জাল তুলতে গেলে তারা বুঝতে পান জালে বড় কিছু একটা আটকা পড়েছে। জাল টেনে উপরে তুলতে বিশাল আকৃতির কাতল মাছ দেখতে পান। পরে মাছটি বিক্রির জন্য গোয়ালন্দের আনু খার মৎস্য আড়তে আনলে মাছটি দেখতে ভিড় করে উৎসুক মানুষ। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ একটু লাভের আশায় দুই হাজার ৪০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে মুঠোফোনে যোগোযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে কেজিতে ১০০ টাকা লাভে দুই হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় বিক্রি করেছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page