অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের গোপন কক্ষে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করায় এক নারীকে তিন দিনের জেল দেওয়া হয়েছে।
বুধবার (২১ জুন) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসার নিচতলায় এ ঘটনা ঘটে। মোসা. সাবিয়া নামে ওই নারী একাধিকবার মহিলা ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন, যা কমিশনাররা সিসিটিভি মনিটরে দেখতে পান। এরপর প্রিজাইডিং অফিসারের সঙ্গে তারা যোগাযোগ করে, তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের জেল দেন।
Leave a Reply