অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো রাফাহ ক্রসিং খোলার পর আজ গাজা থেকে আরও বেশি লোক মিশরে পাড়ি দেবে বলে আশা করা হচ্ছে।
বিবিসির রুশদি আবু আলউফ নিউজ আওয়ারকে বলেছেন, গতকালের মতো মিশরের করা প্রায় ৫০০ জনের নামের তালিকা ক্রসিংয়ে পোস্ট করা হবে।
তিনি বলেন, ‘গতকাল ৪০০ জনেরও বেশি লোক গাজা ত্যাগ করতে সক্ষম হয়েছে।’
গতকাল রাফাহ ক্রসিংয়ে যাওয়া কিছু মানুষ জানতেন না যে তাদের নাম তালিকায় না থাকলে তাদের মিশরে প্রবেশ করতে দেওয়া হবে না।
গাজা ত্যাগ করা বিশেষ করে যাদের চিকিৎসা সেবা প্রয়োজন তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ, হাসপাতালে সরবরাহের অভাব এবং যুদ্ধ অব্যাহত রয়েছে।