অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের মনোবল ভেঙে ফেলতে রাশিয়া দীর্ঘায়িত ড্রোন অভিযানের পরিকল্পনা করছে।
জেলেনস্কি বলেন, তিনি গোয়েন্দা প্রতিবেদন পেয়েছেন, যা ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে মস্কো হামলা চালাবে বলে ইঙ্গিত করছে।
ডনবাস অঞ্চলে ইউক্রেনের হামলায় কয়েক রুশ সেনা নিহত হওয়ার পর এমন দাবি এলো ইউক্রেনের পক্ষ থেকে।
ওই হামলায় রাশিয়া স্বীকার করেছে যে আক্রমণে তাদের ৬৩ জন সেনা নিহত হয়েছে। খবর বিবিসি।
কিয়েভ থেকে রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া দীর্ঘ ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করার পরিকল্পনা করেছে।’
‘সন্ত্রাসীদের এই লক্ষ্যটি যেন অন্য সকলের মতো ব্যর্থ হয় সেটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে এবং আমরা এর জন্য সবকিছু করব। এখন সময় এসেছে যখন আকাশ রক্ষায় জড়িত প্রত্যেকের বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত।’ বলেন ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের ওপর রাশিয়ান ড্রোন হামলা সাম্প্রতিক দিনগুলিতে বেড়েছে বলে মনে হচ্ছে, গত তিন রাতে মস্কো সারা দেশে শহর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আক্রমণ শুরু করেছে।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ২০২৩ সালের শুরুর দিনে ৮০টিরও বেশি ইরানের তৈরি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।
রাশিয়া কয়েক মাস ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চলেছে, বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করছে এবং দেশের হিম শীতের সময় লাখ লাখ মানুষকে অন্ধকারে নিমজ্জিত করেছে।
ইউক্রেন নিশ্চিত করেছে যে তারা দোনেৎস্কের অধিকৃত অঞ্চলে একটি হামলা চালিয়েছে, যাতে ৪০০ রুশ সেনা নিহত হয়েছে।
রাশিয়ান কর্মকর্তারা এই সংখ্যার প্রতিদ্বন্দ্বিতা করে বলেছেন, মাত্র ৬৩ জন সেনা নিহত হয়েছে।
Leave a Reply