অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ও চীনসহ পরমাণু শক্তিধর দেশগুলো জনগণের অজ্ঞাত স্থানে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এই অভিযোগ করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিবিএস-এর ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাশিয়া ও চীন (পরমাণু) পরীক্ষা চালিয়েছে। কিন্তু তারা এ নিয়ে কথা বলে না।’
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রকে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য তার আকস্মিক আদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আপনি অবশ্যই জানেন না যে তারা কোথায় পরীক্ষা করছে। তারা ভূগর্ভস্থ পরীক্ষা করছে, যেখানে মানুষ ঠিক জানে না যে— কী ধরনের পরীক্ষা চালানো হচ্ছে।’