অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সরকার চলতি বছরের গোড়ার দিকে ইউক্রেনকে বুঝিয়ে শুনিয়ে রাশিয়ার সেনাপ্রধানকে হত্যা করা থেকে নিবৃত্ত করেছে। ওই জেনারেলকে হত্যা করা হলে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সরাসরি সংঘাত বেধে যেতে পারে- এই আশঙ্কায় বাইডেন প্রশাসন ইউক্রেনের এ সংক্রান্ত অনুরোধ উপেক্ষা করেছে বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে।
অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিকটি লিখেছে, গত এপ্রিল মাসের শেষদিকে ওয়াশিংটনের হাতে এ গোয়েন্দা তথ্য আসে যে, রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ফ্রন্টলাইন পরিদর্শনে যাবেন। এ সময় মার্কিন কর্মকর্তারা ইউক্রেনকে এই তথ্য প্রদান থেকে বিরত থাকে এই ভয়ে যে, কিয়েভ ওই জেনারেলকে হত্যা করার পরিকল্পনা করতে পারে এবং তা করা হলে সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।
তবে তারপরও ইউক্রেনের সেনাবাহিনী যেকোনোভাবে হোক জেনারেল গেরাসিমভের ফ্রন্টলাইন পরিদর্শনের পরিকল্পনা জেনে যায়। নিউ ইয়র্ক টাইমস জানায়, ওই গোয়েন্দা তথ্য পাওয়ার পর রুশ সেনাপ্রধানকে হত্যা করার জন্য ওয়াশিংটনের অনুমতি চায় কিয়েভ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “আমরা তাদেরকে এ কাজ করতে নিষেধ করি। আমরা তাদেরকে একথা বোঝাতে সক্ষম হই যে, সেটা করলে একটু ‘বেশি বেশি’ হয়ে যাবে।”
বিস্ময়ের ব্যাপার হচ্ছে, তারপরও ইউক্রেনের সেনাবাহিনী নির্ধারিত দিনে জেনারেল গেরাসিমভের পরিকল্পিত পরিদর্শন স্থলে হামলা চালায়। তবে নিউ ইয়র্ক টাইমস ওই হামলার ফলাফল সম্পর্কে আর কিছু জানায়নি। জেনারেল গেরাসিমভ এখনও জীবিত আছেন।
রাশিয়া এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একথা নিশ্চিত করেনি যে, জেনারেল গেরাসিমভ এপ্রিল মাসে ফ্রন্টলাইন পরিদর্শনে গিয়েছিলেন। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, রুশ সেনাপ্রধান জুলাই মাসের গোড়ার দিকে ইউক্রেনে রুশ দখলীকৃত এলাকাগুলো পরিদর্শন করেন এবং সেখানে মোতায়েন রুশ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন। সে সময় তার পরিদর্শনস্থলগুলোতে ইউক্রেনের কোনো হামলার কথাও জানায়নি মস্কো।
Leave a Reply