May 12, 2025, 10:55 am
শিরোনামঃ
সুন্দরবনের ইসিএ-এর মধ্যে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা জারী ২১ মে থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু পাবনায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ বান্দরবান সীমান্ত থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার ঝালকাঠিতে সংরক্ষণের অভাবে ঐতিহ্য হারাচ্ছে শতবর্ষী মসজিদ তুরস্কে পুতিনের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের প্রস্তাব জেলেনস্কির অনির্দিষ্টকালের জন্য দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান জিম্মি মুক্তির ঘোষণা হামাসের ; যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনায় অগ্রগতি বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম ঝিনাইদহের মহেশপুর দেওয়ানী আদালতে বিচারক না থাকায় হয়রাণীর শিকার হচ্ছেন বিচারপ্রত্যাশী জনগণ
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

লক্ষ্মীপুরে মুদি ব্যবসায়ীর বসতঘর থেকে টিসিবির ৩০০ কেজি খাদ্য সামগ্রী উদ্ধার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে এক মুদি ব্যবসায়ীর বসতঘর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি’র) প্রায় ৩০০ কেজি খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের কুরুজি বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ অভিযান পরিচালনা করেন।

উদ্ধার তালিকায় রয়েছে টিসিবি’র ২০০ কেজি ডাল, ৪০ কেজি চিনি ও ৬২ লিটার তেল। উদ্ধারকৃত মালামাল উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।

জানা গেছে, লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্সের ডিলার মোহাম্মদ মামুনের কাছ থেকে টিসিবি’র এসব পণ্য অবৈধভাবে গুদামজাত করে উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের আফজাল পাটোয়ারীর ছেলে পাবেল ও তার সহযোগী ফারুক। পাবেল স্থানীয় চৌমুহনী পোল এলাকার একজন মুদি ব্যবসায়ী। অভিযানের খবর পেয়ে সটকেপড়ায় তাদের আটক করা যায়নি।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধভাবে গুদামজাতকৃত টিসিবি’র এসব পণ্য আটক করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে এসব পণ্য উদ্ধার করে নিজ হেফাজতে নেন। এসময় মান্দারী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ও মেম্বার মমিন উল্লাহসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এ ঘটনায় লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্সের ডিলার মোহাম্মদ মামুন ও অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page