অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান-সমর্থিত লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সৌদি আরব সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে বলে খবর পাওয়া গেছে। ইরান ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের একই সময়ে হিজবুল্লাহর দিকে মনযোগী হলো সৌদি আরব।
একজন অজ্ঞাত সৌদি কর্মকর্তার বরাত দিয়ে লেবাননের আল-আখবার পত্রিকা এ খবর জানিয়েছে। ওই সৌদি কর্মকর্তা পত্রিকাটিকে বলেছেন, রিয়াদ শিগগিরই হিজবুল্লাহর সঙ্গে সংলাপে বসতে পারবে বলে আশা করছে।
পত্রিকাটি বৈরুতের একাধিক বেসরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই সংলাপ তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতায় অনুষ্ঠিত হবে। এরপর আল-আখবার লিখেছে, এই প্রচেষ্টা সফল হোক বা ব্যর্থ হোক, উভয় ক্ষেত্রে একথা স্পষ্ট হয়েছে যে, সৌদি আরব তার আঞ্চলিক সম্পর্ক ঢেলে সাজানোর চেষ্টা করছে। পত্রিকাটি সৌদি পররাষ্ট্রনীতির এই পরিবর্তনকে ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করেছে।
সৌদি আরব একদিকে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করছে সেইসঙ্গে আমেরিকার ওপর নির্ভরশীলতা কমিয়ে আনছে। সৌদি আরব গতমাসে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। একই মাসে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দামেস্ক সফর করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফারহান। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক নির্ভরশীলতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে এনেছে রিয়াদ।