অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননে ইহুদিবাদী ইসরাইলি এক গোয়েন্দাকে আটক করার খবর দিলো সেদেশের একটি মিডিয়া।
মোসাদ নামে পরিচিত ইসরাইলি গোয়েন্দা সংস্থার সদস্যকে আটকের এই খবরটি দিয়েছে আল-আখবার নামে লেবাননের একটি দৈনিক। দৈনিকটি আরও জানিয়েছে, লেবাননের ওই নাগরিককে তানজানিয়ায় মোসাদ এজেন্টের সাথে বৈঠকের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। তানজানিয়ায় মোসাদের ওই কর্মকর্তার ছদ্মনাম ছিল আলহাজ সেলিম।
পত্রিকাটি আরও জানায়, লেবাননের ওই নাগরিকের অর্থনৈতিক অবস্থা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাওয়ায় প্রতিবেশিদের মনে সন্দেহ জাগে। তারা সামরিক তাদের গোয়েন্দা বিভাগকে জানায় গোয়েন্দা বিভাগ প্রয়োজনীয় তদন্ত শেষে নিশ্চিত হয় যে সন্দেহভাজন লেবাননের নাগরিক ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছে।
পরে তাকে নিজ গ্রাম আল-গাসানিয়া থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দৈনিক আল-আখবার।
Leave a Reply