October 11, 2025, 2:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে টাকার প্রলোভনে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণ ; স্বামীকে মারধর ; থানায় মামলা দায়ের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর কাকরাইলের সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড আগামীকাল রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েডের টিকা প্রদান শুরু ইসরায়েলে আটক আলোকচিত্রী শহিদুল আলম দেশে ফিরেছেন মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক হবিগঞ্জে ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা !  দিনাজপুরে গাঁজাসহ আটক মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা পারভীন নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়ায় নোবেল কমিটির সমালোচনায় হোয়াইট হাউস  পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৭ পুলিশ ও ৬ সন্ত্রাসী নিহত
এইমাত্রপাওয়াঃ

ল্যাব লিকেজ’ই করোনার আসল উৎস : হোয়াইট হাউস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হোয়াইট হাউস শুক্রবার ‘কোভিড ডট গভ’ ওয়েবসাইটের নতুন সংস্করণ উন্মোচন করেছে। এই নতুন সাইটে করোনাভাইরাসের ‘আসল উৎস’ হিসেবে চীনের একটি ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার বিতর্কিত তত্ত্বকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, আগে যেখানে এই সাইটে টিকা, পরীক্ষা ও জনস্বাস্থ্য বিষয়ক তথ্য তুলে ধরা হতো, সেখানে এখন দেখা যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পূর্ণদেহ ছবি। সেইসঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের কোভিড-নীতি এবং তার তৎকালীন প্রধান স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউচির ভূমিকা সমালোচনার মুখে পড়েছে।

ওয়েবসাইটে পাঁচটি মূল পয়েন্টে ল্যাব লিক তত্ত্বকে যুক্তিসম্মত হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, উহান শহরে, যেখানে প্রথম কোভিড রোগী শনাক্ত হয়, সেখানে চীনের শীর্ষ সার্স গবেষণাগার রয়েছে এবং সেখানে অতীতে নিরাপত্তা-ব্যবস্থার ঘাটতির অভিযোগ ছিল।

সাইটটিতে বলা হয়, ‘বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, প্রাকৃতিক উৎসের পক্ষে কোনো শক্ত প্রমাণ থাকলে তা এতদিনে পাওয়া যেত—কিন্তু এখনো পাওয়া যায়নি।’

এই তত্ত্ব একসময় ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা মার্কিন মূলধারায় স্বীকৃতি পেতে শুরু করেছে।

যদিও এই বিতর্ক এখনো রাজনৈতিক ও বৈজ্ঞানিকভাবে নিষ্পত্তিহীন, তবুও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই), জ্বালানি বিভাগ ও চলতি বছরের শুরুতে সিআইএ পর্যন্ত ল্যাব লিক তত্ত্বের পক্ষে অবস্থান নিয়েছে—যদিও বিভিন্ন সংস্থার মূল্যায়নে আস্থার স্তর ভিন্ন।

চীন এর কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে, কোভিডের ল্যাব-উৎপত্তি ‘একেবারেই অসম্ভব’। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রকে উৎস-অনুসন্ধানের বিষয়টি রাজনীতিকরণ না করার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র চীনা জাহাজের জন্য নতুন বন্দর ফি ও চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

‘বড় রকমের দুঃখজনক ঘটনা হতে পারে’

আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য জেমি মেটজেল ওয়েবসাইট সংস্কারকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছেন, ‘আমরা আরও গভীরে অনুসন্ধান করুক—এটা চাই। কিন্তু এর ফলে যেন কোভিড-১৯ ও দীর্ঘমেয়াদি কোভিডে আক্রান্ত মানুষের চিকিৎসা ও প্রতিরোধমূলক কাজ ব্যাহত না হয়।’

নতুন সাইটে কোভিডের শুরুতে চালু হওয়া মাস্ক ও সামাজিক দূরত্ব নীতিরও সমালোচনা করা হয়েছে। সাইটে একটি অ্যানিমেটেড উহান শহরের মানচিত্রও যুক্ত হয়েছে, যা ধকধক করছে।

‘কোভিড-১৯ ভুল তথ্য’ শীর্ষক অংশে বলা হয়েছে, পূর্ববর্তী প্রশাসনের অধীনে জনস্বাস্থ্য কর্মকর্তারা ‘বিকল্প চিকিৎসা পদ্ধতিকে’ খাটো করে দেখিয়েছেন এবং সামাজিক মাধ্যমে ভিন্নমত দমন করতে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করেছেন—এ অভিযোগ দীর্ঘদিন ধরে মার্কিন রক্ষণশীলদের কাছ থেকে উঠে এসেছে।

তবে বাইডেন প্রশাসন এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

সাইট সংস্কারের সময়টা এসেছে এমন এক সময়ে, যখন ট্রাম্প প্রশাসন স্বাস্থ্যখাতে বড় রকমের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে, যার আওতায় ১০ হাজার কর্মী ছাঁটাই হবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র—যিনি টিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে আসছেন—বলেছেন, এই ছাঁটাইয়ের লক্ষ্য হলো তাঁর দপ্তরের কার্যক্রমকে দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধের দিকে কেন্দ্রীভূত করা।

মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ও সংশ্লিষ্ট রোগে মারা গেছেন ১০ লাখেরও বেশি মানুষ, আর বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত হয়েছেন কোটি কোটি মানুষ।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page