অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার বিশ্বকাপের ৬ষ্ঠ দিনের প্রথম খেলায় শেষ মিনিটের জোড়া গোলে ওয়েলসকে হারিয়েছে ইরান। নাটকীয়তায় মোড়ানো ম্যাচটি ২-০ তে জিতে নিয়েছে ইরান।
শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে মাঠে নামে ইরান ও ওয়েলস।
প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইরান-ওয়েলস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করতে মরিয়া দুদল বেশ কয়েকটি আক্রমণ ও পাল্টা আক্রমণ করে।
এরপর ৮৩ মিনিটে ম্যাচের নাটকীয় মোড় নেয় ম্যাচ। ওয়েলসের ফাঁকা ডিফেন্সে মেহেদি তারেমি বল নিয়ে ছুটলে গোলরক্ষক হেনেসি ডি বক্সের বাইরে এসে তাকে ফাউল করেন। প্রথমে রেফারি গোলরক্ষক হেনেসি হলুদ কার্ড দেখালেও পরে ভিআর সিদ্ধান্তে তাকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। পরে অবশ্য ফ্রি কিকে সুযোগ কাজে লাগাতে পারেনি।
পরে ম্যাচের অতিরিক্ত মিনিটে বাজিমাত করে ইরান।
Leave a Reply