অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল এমপি সনাতন মতাদর্শ নিয়ে ডিএমকে নেতাদের বিতর্কিত বক্তব্যের নিন্দা করেছেন।
তিনি আজ সাফ বলেন, কারো ধর্ম নিয়ে কিছু বলা খুবই অন্যায়। প্রত্যেক মানুষের উচিত অন্যের ধর্মকে সম্মান করা। আজ (মঙ্গলবার) ‘এআইইউডিএফ’ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সনাতন মতাদর্শ নিয়ে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের বিতর্কিত বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ওই মন্তব্য করেন।
প্রসঙ্গত, তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সম্প্রতি সনাতন মতাদর্শকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন এবং বলেছিলেন যে এটি নির্মূল করা উচিত। তার এ ধরণের মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হলেও তিনি তার বক্তব্যে অনড় রয়েছেন। একইসঙ্গে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন।
ডিএমকে নেতা উদয়নিধি স্টালিনের পর তার নিজের দলের নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এ রাজাও সনাতন মতাদর্শ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি সনাতন মতাদর্শকে কুষ্ঠ ও এইচআইভির সাথে তুলনা করেছেন। এ রাজা বলেন, সনাতন মতাদর্শ একটি সামাজিক ব্যাধি যা কুষ্ঠ এবং এইচআইভির চেয়েও মারাত্মক।
এ প্রসঙ্গে ‘এআইইউডিএফ’ প্রধান মাওলানা বদরউঁদ্দিন আজমল আজ গণমাধ্যমকে বলেন- দেখুন, এটা খুবই খারাপ কাজ, যে কেউ কোনো ধর্ম নিয়ে যা করুক না কেন, তা বদরউদ্দিনই করুক না কেন, এটা খারাপ, এটা অন্যায়। সবার উচিত অন্যের ধর্মকে সম্মান করা। এবং আমরা এ ধরণের বক্তব্য গ্রহণ করি না, আমরা এটিকে খারাপ মনে করি এবং প্রত্যাখ্যান করছি।
এদিকে, সনাতন মতাদর্শ নিয়ে বিতর্কিত বিবৃতি প্রসঙ্গে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে চেপে ধরেছে হিন্দুত্ববাদী বিজেপি৷ কারণ, ‘ইন্ডিয়া’ জোটে অন্তর্ভুক্ত রয়েছে ডিএমকে দল। বিজেপি ‘ইন্ডিয়া’ জোটের বিরুদ্ধে সনাতন মতাদর্শকে শেষ করার গোপন এজেন্ডা রয়েছে বলে অভিযোগ করেছে।