March 9, 2025, 1:47 pm
শিরোনামঃ
বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাট, ৩১৫ একর জমি জব্দ মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করতে হাইকোর্টের নির্দেশ হিজবুত তাহরীরের ৫ সদস্যকে কারাগারে প্রেরণ ঝিনাইদহে কৃষকদের ‘অবহিতকরণ-পরিকল্পনা প্রণয়ন-মূল্যায়ন’ বিষয়ক কর্মশালা চট্টগ্রামে ৩৯ ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ গ্রেফতার  নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত গাজায় ইসরাইলি গণহত্যায় ৪০ জনেরও বেশি বন্দী নিহত : নিউ ইয়র্ক টাইমস মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ; আদালতে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল সিরিয়ার সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল লেবাননের হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

সবর বা ধৈর্য সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

মহান আল­াহ তা’আলা বলেন- “হে ঈমানদারগণ। তোমরা ধৈর্য ধারণ কর এবং ধৈর্যের প্রতিযোগিতা কর।” (সূরা ঃ আলে ইমরান ঃ আয়াত ঃ ২০০)
মহান আল­াহ তা’আলা আরো বলেন- “আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ও ক্ষুধা দিয়ে। আর তোমাদের জান, মাল ও শস্যের ক্ষতি সাধন করেও পরীক্ষা করব।  আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। (সূরা ঃ বাকারা ঃ আয়াত ঃ ১৫৫)
মহান আল­াহ তা’আলা আরো বলেন-  ধৈর্যশীলদেরকে অগণিত পুরস্কার পূর্ণভাবে দেয়া হবে। (সূরা ঃ যুমার ঃ আয়াত ঃ ১০)
মহান আল­াহ তা’আলা আরো বলেন- যে ব্যক্তি ধৈর্যধারণ করে এবং ক্ষমা করে দেয় সেটা তার দৃঢ় মনোভাবেরই পরিচায়ক। (সূরা ঃ শু’রা ঃ আয়াত ঃ ৪৩)
মহান আল­াহ তা’আলা অন্য এক আয়াতে  আরো বলেন- ধৈর্য ও নামাযের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর, মহান আল­াহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সূরা ঃ বাকারা ঃ আয়াত ঃ ১৫৩)
মহান আল­াহ তা’আলা আরো বলেন- “আমি তোমাদের পরীক্ষা করব। যাতে করে তোমাদের মধ্যকার মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে চিনে নিতে পারি।” (সূরা ঃ মুহাম্মদ ঃ আয়াত ঃ ৩১)

১. হযরত আবূ মালিক হারিছ ইবনে আছেম আল আশ’আরী রাদিয়াল­াহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আর আল-হামদুলিল­াহ আমল পরিমাপের পাল­া পরিপূর্ণ করে দেয়। আল-হামদুলিল­াহ একত্রে অথবা একাকী আকাশ ও পৃথিবীর মাঝখানের সবকিছুকে পরিপূর্ণ করে দেয়। নামায হচ্ছে নূর ও আলোক এবং সাদকা হচ্ছে ঈমানের প্রমাণ। সবর বা ধৈর্য হচ্ছে আলো এবং কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে একটি দলিল। আর প্রত্যেক লোক সকালে উঠে নিজেকে বিক্রি করে দেয়, তারপর যে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে। (মুসলিম শরীফ)
২. হযরত আবু সাঈদ খুদরী  রাদিয়াল­াহু আনহু থেকে বর্ণিত, আনসারদের কিছু সংখ্যক লোক রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম-এর কাছে সাহায্য চাইল। তিনি তাদেরকে দান করলেন, আবার তারা চাইল। তিনি আবার দান করলেন। এমনকি তার কাছে যা কিছু ছিল তা সবই শেষ হয়ে গেল। তার হাতের সবকিছু দান করার পর তিনি তাদেরকে বললেন- “যা মাল আসে, তা আমি তোমাদেরকে না দিয়ে জমা রাখিনা। যে লোক পবিত্র থাকতে চায় মহান আল­াহ তাকে পবিত্র রাখেন। যে লোক কারও মুখাপেক্ষী হতে চায় না, মহান আল­াহ তাকে স্ববলম্বী করে দেন। যে লোক ধৈর্যধারণ করতে চায়, মহান আল­াহ তা’আলা তাকে ধৈর্য দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ত আর কোন কিছু কাউকে দেয়া হয়নি।” (বোখারী ও মুসলিম শরীফ)
৩. হযরত আবূ ইয়াহইয়া ছুহায়েব ইবনে সিনান রাদিয়াল­াহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বলেছেন- মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক। তার সমস্ত কাজই কল্যাণকর। মু’মিন ব্যতীত অন্যের ব্যাপারে এরূপ নয়। তার জন্য আনন্দের কোন কিছু হলে সে মহান আল­াহর শোকর করে। তাতে তার মঙ্গল হয়। আবার ক্ষতিকর কোন কিছু হলে সে ধৈর্যধারণ করে। এটাও তার জন্য কল্যাণকর হয়। (মুসলিম শরীফ)
৪. হযরত আনাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম একজন মহিলার কাছ দিয়ে যাচ্ছিলেন, সে একটি কবরের পাশে বসে কাঁদছিল। তিনি বললেন, মহান আল­াহকে ভয় কর এবং সবর কর। মহিলাটি বলল, আপনি আমাকে কিছু না বলে আপনি নিজের কাজ করুন। কারণ আপনি আমার মত মুসিবতে পড়েন নি। মহিলা আসলে তাকে চিনতে পারেনি। তখন তাকে বলা হল, ইনি হচ্ছেন রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম। মহিলাটি রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম-এর বাড়ীর দরজার সামনে এল এবং সেখানে কোন দারোয়ান দেখতে পেল না। সে বলল, আমি আপনাকে চিনতে পারিনি। তিনি বললেন, “সবর তো প্রথম আঘাতের সময়ই হয়ে থাকে।” (বোখারী ও মুসলিম শরীফ)
৫. হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বলেছেন- মহান আল­াহ পাক বলেন- আমার মু’নিন বান্দার জন্য আমার কাছে বেহেশত ব্যতীত আর কোন পুরস্কার নেই। যখন আমি দুনিয়া হতে তার প্রিয়জনকে নিয়ে যায় আর এ সময় সে সবর করে। (বোখারী শরীফ)
৬. হযরত আনাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­ামকে বলতে শুনেছি মহান আল­াহ বলেছেন- “আমি যখন আমার বান্দাকে তার দু’টি প্রিয় বস্তুর মাধ্যকে পরীক্ষা করি আর সে তাতে ধৈর্যধারণ করে, তখন আমি তাকে তার বদলে বেহেশত দান করি।” (বোখারী শরীফ)
৭. হযরত আত্বা ইবনে আবূ রিবাহ রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন-আমাকে ইবনে আব্বাস রাদিয়াল­াহু আনহু বলেছেন, তোমাকে আমি একজন বেহেশতী মহিলা দেখিয়ে দিব নাকি? আমি বললাম, হ্যাঁ! তিনি বললেন, এই কাল মহিলাটি রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম-এর কাছে এসে বলল, আমি মৃগি রোগে ভুগছি এবং তাতে আমার শরীর উলঙ্গ হয়ে যায়। আপনি আমার জন্য দু’আ করুন। তিনি বললেন, যদি তুমি চাও সবর করতে পার তাতে তুমি বেহেশতবাসী হবে। আর যদি চাও তো আমি তোমার আরোগ্যের জন্য দু’আ করে দেই। সে বলল, আমি সবর করব। কিন্তু আমার শরীর যে উলঙ্গ হয়ে যায়? সেজন্য মহান আল­াহর কাছে দু’আ করুন। যাতে উলঙ্গ না হই। তিনি তার জন্য দু’আ করলেন। (বোখারী ও মুসলিম শরীফ)
৮. হযরত আবী আবদুর রহমান আবদুল­াহ ইবনে মাসউদ রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম-এর দিকে দেখছিলাম। তিনি নবীগণের মধ্য হতে কোন এক নবীর কাহিনী বর্ণনা করছিলেন। যে তার জাতি তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। তার তিনি নিজের চেহারা হতে রক্ত মুছে ফেলেছিলেন এবং বলছিলেন-  “হে মহান আল­াহ! আমার জাতিকে ক্ষমা করে দাও। কারণ তারা জানে না।” (বোখারী ও মুসলিম শরীফ)
৯. হযরত আবূ সাঈদ ও আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম ইরশাদ করেছেন, মুসলিম বান্দার যে কোন ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, কষ্ট ও অস্থিরতা হোক না কেন। এমনি কি কোন কাটা ফুটলেও তার কারণে মহান আল­াহ তার গোনাহ ক্ষমা করে দেন। (বোখারী ও মুসলিম শরীফ)
১০. হযরত ইবনে মাসউদ রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- আমি রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম-এর কাছে গেলাম। সে সময় তিনি জ্বরে ভুগছিলেন। আমি তাকে বললাম, ইয়া রাসুলুল­াহ! আপনি তো ভীষণ জ্বরে ভুগছেন। তিনি বললেন- হ্যাঁ! তোমাদের মত দু’জনের সমান জ্বরে ভুগছি। আমি বললাম, কারণ আপনার জন্য দ্বিগুণ সওয়াব এই জন্য কি? তিনি বললেন,  হ্যাঁ! ঠিক তাই। যে কোন কষ্টদায়ক বস্তু দ্বারা তা কাঁটা কিংবা অন্য কোন বেশি কষ্টদায়ক হোক না কেন মুসলিম বান্দা কষ্ট পেলে মহান আল­াহ অবশ্যই সে কারণে তার গোনাহ ক্ষমা করে দেন। আর তার ছোট গুনাহ্গুলো গাছের পাতার মত ঝরে পড়ে যায়। (বোখারী ও মুসলিম শরীফ)
১১. হযরত আনাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম ইরশাদ করেছেন-“তোমাদের মধ্যে কারো কোন বিপদ বা কষ্ট হলে সে যেন মৃত্যু কামনা না করে। যদি কেহ এরূপ করতেই চায় তবে যেন বলে, হে মহান আল­াহ তুমি আমাকে জীবিত রাখ। যত সময় পর্যন্ত থাকা আমার জন্য কল্যাণকর। আর যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর তখন আমাকে মৃত্যু দান কর।” (বোখারী ও মুসলিম শরীফ)
১২.হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বলেছেন ঃ “মহান আল­াহ তা’আলা যে লোকের কল্যাণ চান তাকে মহান আল­াহ বিপদে ফেলেন।” (বোখারী শরীফ)
১৩. হযরত আনাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বলেছেন- মহান আল­াহ যখন তার কোন বান্দার প্রতি মঙ্গলের ইচ্ছা করেন। তখন দুনিয়াতে তার জন্য তাড়াতাড়ি বিপদ-আপদ নাযিল করে দেন। আর তিনি যখন তার বান্দার প্রতি অমঙ্গলের ইচ্ছা করেন। তখন তাকে গোনাহের মধ্যে ছেড়ে দেন। অবশেষে কিয়ামতের দিবসে তাকে ধরবেন। রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম আরও বলেছেন- কষ্ট বেশি হলে সাওয়াবও বেশি হয় এবং মহান আল­াহ যখন কোন জাতিকে ভালবাসেন, তখন তাকে পরীক্ষায় সন্তুষ্ট থাকতে হয়। তার জন্য রয়েছে মহান আল­াহর সন্তুষ্টি। আর যে লোক অসন্তুষ্ট হয় তার জন্য রয়েছে মহান আল­াহর অসন্তুষ্টি। (তিরমিযী শরীফ)
১৪. হযরত আবু হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বলেছেন- যে লোক অন্যকে ধরে আছাড় দেয়, সে শক্তিশালী নয়, বরং শক্তিশালী হচ্ছে সেই লোক, যে রাগের সময় নিজেকে সংযত রাখে। (বোখারী ও মুসলিম শরীফ)
১৫. হযরত মু’আয ইবনে আনাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বলেছেন- যে লোক নিজের ক্রোধ প্রদর্শনের ক্ষমতা থাকা সত্তে¡ও তা দমিয়ে রাখে তাকে মহান আল­াহ কিয়ামতের দিন সব মানুষের ওপর মর্যাদা দিয়ে ডাকবেন। এমনকি তার জন্য বড় বড় চোখ বিশিষ্ট সুন্দরী মেয়েদের মধ্য হতে বেছে নেবার স্বাধীনতা দিবেন। (আবু দাউদ ও তিরমিযী শরীফ)
১৬. হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, এক লোক রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­ামকে বললেন, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, রাগ করো না। সে লোক বারবার উক্ত কথা বলতে লাগল। আর  রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বলতে লাগলেন, রাগ করো না। (বোখারী শরীফ)
১৭. হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বলেছেন- মু’মিন নর-নারীর জীবনে জান-মাল ও সন্তানের উপর বিপদ-আপদ আসতেই থাকে। অবশেষে মহান আল­াহর সঙ্গে সে দেখা করে এমন অবস্থায় যে, তার আর কোন গোনাহ অবশিষ্ট থাকে না। (তিরমিযী শরীফ)
১৮. হযরত আবূ ইয়াহইয়া উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- এক আনসারী লোক বলল, ইয়া রসুলুল­াহ! আপনি কি আমাকে কর্মচারী নিযুক্ত করবেন? যেমন অমুককে করেছেন? রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বললেন, তোমারা অনতিবিলম্বে আমার পরে তোমাদের নিজেদের উপর অন্যের গুরুত্ব দেখতে পাবে। তখন আমার সঙ্গে হাউযে কাউসারে দেখা না হওয়া পর্যন্ত তোমরা সবর করবে। (বোখারী ও মুসলিম শরীফ)
১৯. হযরত আবদুল­াহ ইবনে আবূ আউফা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, একদিন রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম শত্র“দের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন এবং সূর্য হেলে যাওয়ার অপেক্ষায় ছিলেন। এমন অবস্থায় তিনি দাঁড়িয়ে বললেন, যে লোকজন! তোমারা দুশমনের সঙ্গে সংঘর্য কামনা করো না। মহান আল­াহর কাছে শান্তি চাও। তবে যখন তাদের সঙ্গে সংঘর্ষ হয়ে পড়ে তখন সবর করবে। অর্থাৎ অটল থাকবে। জেনে রাখ- বেহেশত রয়েছে তলোয়ারের ছায়াতলে। তার পর রসুলুল­াহ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম বললেন- “হে কিতাব অবতীর্ণকারী, মেঘ চালনাকারী ও শত্র“ বাহিনীকে পরাজয় দানকারী মহান আল­াহ! তাদেরকে পরাস্ত কর এবং আমাদেরকে তাদের উপর বিজয়ী কর।” (বোখারী ও মুসলিম শরীফ)

আজকের বাংলা তারিখ

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page