এম এ কবীর, ঝিনাইদহ : ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস, উপজলা নির্বাহী অফিসার হোসনে আরা এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।
বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং এন এম শাহজালাল। আলোচনা সভায় ঝিনাইদহ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক আব্দুল আলীম ডিজিটাল কনটেন্টের মাধ্যমে দিবসের মূল প্রতিপাদ্য এবং পরিসংখ্যান বিভাগের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদারের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান,শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন রানা সহ সরকারী এবং বেসরকারী অফিস প্রধান এবং সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি বলেন,আমাদের প্রতিদিনের যাপিত জীবনে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। তিনি বলেন,কৃষি,শিক্ষা,স্বাস্থ্য বিভাগের সকল তথ্য নৈতিকতার সাথে প্রণয়ন আমাদের সকলের দায়িত্ব। তিনি বলেন,ডেটা যত শক্তিশালি হয় সিদ্ধান্ত নেয়া তত সহজ হয়।
আলোচনা সভার আগে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।