December 21, 2025, 1:25 pm
শিরোনামঃ
লালমনিরহাট সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন কাঠামোগত দুর্বলতা ও অভ্যন্তরীণ বিরোধে ইসরায়েল ভেঙে পড়ছে : ব্রিটিশ গবেষক যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানালেন জেলেনস্কি জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ‘যেকোনো মূল্যে’ রোধ করতে হবে : উত্তর কোরিয়া আন্তর্জাতিক সংবাদগুচ্ছ : বিশ্বের প্রথম ক্যান্সার সার্জন সহকারী ডিভাইস তৈরি করল ইরান ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ; মোটর সাইকেল ও নগদ টাকা জব্দ ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ; যুবলীগ নেতার মালিকানা নিয়ে ‘গুজব’ মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই দেশে পৌঁছালো সুদানে ড্রোন হামলায় নিহত ৬ জাতিসংঘ শান্তিরক্ষীর মরদেহ
এইমাত্রপাওয়াঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বুধবার (০৫ নভেম্বর) অধিদফতরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) রাজা মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল স্থায়ী নাগরিকরা উল্লিখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী আবেদন করতে পারবেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে।

বেতনস্কেল বয়স
২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)। আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শর্তাবলী
আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ৮ নভেম্বর ২০২৫ (সকাল ১০:৩০ মি.) এবং শেষ হবে ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ মি.)।

আবেদন ফি পরিশোধসহ সমস্ত নির্দেশনা ও ফরম পূরণ অনলাইনে (http://dpe.teletalk.com.bd) সম্পন্ন করতে হবে। ১১২ টাকা আবেদন ফি টেলিটকের মাধ্যমে দিতে হবে। ফি পরিশোধের পর আবেদন চূড়ান্তভাবে গৃহিত হবে।

পরবর্তীতে SMS-এর মাধ্যমে পাঠানো প্রবেশপত্র ডাউনলোডের লিংক ব্যবহার করে আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া শর্তাবলী

নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে। চাকরিতে বদলি সীমিত থাকবে। ধুমপান বা মাদকাসক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না।

লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না। নির্বাচিত প্রার্থীকে সত্যায়িত কাগজপত্রসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্রে ভুয়া বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা বাতিল হবে এবং প্রার্থীকে আইনগত ব্যবস্থা আওতায় আনা হবে।

বিশেষ নির্দেশনা
বিবাহিত নারী প্রার্থী স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যে কোন একটিতে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা অনুযায়ী প্রার্থিতা বিবেচিত হবে।

শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।

যোগাযোগ সহায়তা
সহযোগিতা প্রয়োজন হলে ই-মেইল (vas.query@teletalk.com.bd) বা টেলিটক কাস্টমার কেয়ার ১২১-এ যোগাযোগ করা যাবে।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page