December 26, 2025, 7:56 am
শিরোনামঃ
বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি নিরাপদ বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করব : তারেক রহমান তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত : শফিকুর রহমান শারীরিক আক্রমণের ভয়ে দেশের ৩৩ শতাংশ মানুষ : পরিসংখ্যান ব্যুরো নারায়ণগঞ্জে কোটি টাকার নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প-রেভিনিউ টিকিট জব্দ ; ২ জন আটক দেশের উত্তরের জনজীবন হাড় কাঁপানো শীতে কাবু ; তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে কথিত জুলাইযোদ্ধা তাহরিমা সুরভী গ্রেপ্তার পাঁচ পশ্চিমা ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ; যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চটেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ভারতের কর্ণাটকে ট্রাক-বাসের ভয়াবহ সংঘর্ষে জীবন্ত দগ্ধ হয়ে ১৭ জনের মৃত্যু গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের আর্থিক কর্মকর্তা নিহত
এইমাত্রপাওয়াঃ

সরকার আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ এবং স্মার্ট সরঞ্জাম বৃদ্ধিতে বদ্ধপরিকর : নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ ও প্রয়োজনীয় স্মার্ট সরঞ্জাম বৃদ্ধিতে বদ্ধপরিকর।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সমুদ্র অর্থনীতি বিষয়ক দূরদর্শিতার আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গোপসাগরে ১ লাখ ১৮ হাজার ৮শ’ ১৩ বর্গ কিলোমিটার  এলাকা জুড়ে বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে। সমুদ্র বিজয়ের মাধ্যমে আমরা পেয়েছি সুবিশাল অর্থনৈতিক এলাকা।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার সুনীল অর্থনীতির বিকাশে যে সকল বহুমুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে, তার অবারিত সুফল ভোগ করবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম।
খালিদ মাহমুদ চৌধুরী আজ রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৩’ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং জাতীয় হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম নাজমুল হাসানও অনুষ্ঠানে বক্তৃতা করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এধরনের সেমিনার আয়োজনের মধ্য দিয়ে দেশের মেরিটাইম সেক্টরের অংশীজন এবং নীতি নির্ধারকদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এদেশকে স্বনির্ভর ও উন্নত করে তুলতে হাইড্রোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান এবং সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।
দেশের নৌপরিবহন খাত এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা বন্দর কর্তৃপক্ষসহ বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত হাইড্রোগ্রাফিক পেশার সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের হাইড্রোগ্রাফিক সার্ভিস ক্রমান্বয়ে একটি বিশ্বমানের পেশাদার সংস্থায় পরিণত হয়েছে। দেশের শতভাগ সমুদ্রসীমার জরিপ কার্য বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে সম্পন্ন করেছে এবং প্রতিবছর নিরাপদ নেভিগেশনের স্বার্থে তা হালনাগাদ করা হচ্ছে।
তিনি বলেন, দেশের সমুদ্র এলাকায় হাইড্রোলিক জরিপ পরিচালনা ও এই সংক্রান্ত সেবাদানের মাধ্যমে নিরাপদ নেভিগেশন ও সামুদ্রিক অর্থনীতির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে আরো অগ্রনী ভূমিকা পালন করবে।
খালিদ বলেন, সুনীল অর্থনীতির বিকাশে বর্তমান সরকারের শাসনামলে পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও আল্টা ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট, এলএনজি টার্মিনাল, অফশোর রিনিউয়েবল এনার্জি প্রকল্প, বঙ্গবন্ধু টানেল, সমুদ্র তলদেশের তেল ও গ্যাস সাপ্লাই পাইপলাইন, বে টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প বাস্তবায়নে কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, এ সকল জাতীয় মেগা প্রকল্প বাস্তবায়ন এবং কারিগরি বিষয়ে স্বনির্ভরতা অর্জন করতে হাইড্রোগ্রাফিক কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

 

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page