অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, অবরোধ সমাবেশ বা কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচলে বাধার সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদেরকে দেখতে গিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদেরকে এ সব কথা বলেন।
আইজিপি বলেছেন,গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের সময় পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আর কয়েকজন পুলিশ ও আনসার সদস্য মারাত্বক ভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এমনকি অবরোধ চলাকালেও অনেকেই হামলায় আহত হয়েছে। চিকিৎসকরা তাদেরকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন।
ওই দিন (২৮ অক্টোবর) সমাবেশ যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করেন। প্রধান বিচারপতির বাসায় যখন আক্রমণ হয় তখন পুলিশ নেতৃবৃন্ধের সঙ্গে কথা বলে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু তাদের সঙ্গে কথা বলার পরে পুলিশের উপর আক্রমনের মাত্রা আরও বেড়েছে। ওই দিন হঠাৎ করে একটি বাসে আগুন দিয়েছে। এরপর গাড়িতে হামলাও করেছে।
কর্মসূচী পালন করা মানুষের অধিকার। কিন্তু সাধারণ মানুষেরও স্বাভাবিক ভাবে রাস্তায় চলাচল করার অধিকার রয়েছে।
এই স্বাভাবিক চলাচলে বাধা গ্রস্থ করলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া দরকার সেই ব্যবস্থা নেয়া হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন পুলিশ সদস্য মারা যাওয়ার পরও পুলিশ সদস্যরা ধৈর্যের সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন। সেই দিন জীবন বাজি রেখে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আক্রান্ত ও নির্যাতিত হয়েছে। গতকাল হাসপাতালে আইজিপির সঙ্গে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।