এম এ কবীর, ঝিনাইদহ : যারা বছরের পর বছর ধর্ম নিয়ে রাজনীতি করে বাংলাদেশের মানুষকে দুই ভাগ করতে চেয়েছেন তাদের বিষদাঁত উপড়ে ফেলা হবে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো প্রেতাত্মাদের বাংলাদেশে ঠাই হবে না। বাংলাদেশ ও সংবিধানকে রক্ষা করবে বাংলাদেশ আওয়ামীলীগ। বলেছেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একটা সম্প্রীতির মধ্যে আছে।
সাম্প্রদায়িক শক্তি এবং এদের পৃষ্ঠপোষক রাজনৈতিক দল ও জোটের পেছনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ত্রিশ লক্ষ শহীদের বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। এজন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, সে ব্যবস্থাই আমরা গ্রহণ করবো। কঠোরভাবে তাদের দমন করা হবে।
বিএনপিকে উদ্দেশ্যে করে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, তারা বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য আন্দোলন করে না। তারা ক্ষমতার মসনদে যেয়ে বাংলাদেশকে পাকিস্তানী তাবেদার রাষ্ট্র বানাতে চায়।
সভাপতি- শাহরিয়ার করিম রাসেলকে ও সাধারণ সম্পাদক রানা হামিদ
ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আহাদুর রহমান খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব রানা হামিদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনা, নির্মল চ্যাটার্জি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান ছিন্টু, গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, কার্যনির্বাহী সদস্য আদনান সুমন, জাতীয় পরিষদ সদস্য পাপিয়া রায় পাখি, আনিসুর রহমান টিপু। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ও উপ -কমিটির নেতৃবৃন্দ সহ সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট সহ অতিথিবৃন্দ। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে শাহরিয়ার করিম রাসেলকে সভাপতি এবং রানা হামিদ কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য- ২০১২ সালের ৪ ডিসেম্বর ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনার পর দীর্ঘ ১৩ বছর পরে নতুন কমিটি পেল জেলা স্বেচ্ছাসেবকলীগ ।
Leave a Reply