অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর আবারও এক ব্যক্তিকে কামড় দিয়েছে। এবার কামড় দিয়েছে হোয়াইট হাউজের এক নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এই কামড় দিয়েছে কমান্ডার নামের কুকুরটি। ফলে দুই বছরের মধ্যে এখন পর্যন্ত ১১ বার কামড় দিলো কমান্ডার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেছেন, সোমবার রাতে এই আক্রমণের ঘটনা ঘটেছে। আক্রান্ত সেই এজেন্ট চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তিনি সিএনএনকে বলেন, আহত এজেন্ট সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি চিটলের সঙ্গে কথা বলেছেন। এজেন্ট ভালো আছেন।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জুলাইয়ে বলেছিলেন, পোষা প্রাণীগুলো অনেক সময় মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। সে কারণে কিছুটা খ্যাপাটে হয়ে উঠে প্রাণীগুলো।
বাইডেনের দুটি জার্মান শেফার্ড কুকুর আছে। অপর কুকুরের নাম মেজর। এই দুটি মধ্যে কমান্ডার বয়সে ছোট। আগের ১০ বার কামড় দিয়েছিল প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ডেলাওয়্যারে বাড়িতে।
২০২১ সালে কমান্ডারকে হোয়াইট হাউজে নিয়ে আসা হয়। বাইডেনের ভাই জেমস এটি তাকে উপহার হিসেবে দিয়েছিলেন।
আমেরিকার যে সিক্রেট সার্ভিস অশান্তির মূলে রয়েছে, অবোলা প্রাণী কুকুর তাকে চিনিলো কেমনে ?