অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বার পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে আবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (বৃহস্পতিবার) ওই রাষ্ট্রদূতকে ডেকে সুইডেনে কুরআন অবমাননার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বৃহস্পতিবারই এর কয়েক ঘণ্টা আগে সালওয়ান মোমিক নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী পবিত্র কুরআনের চরম অবমাননা করে। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জঘন্যতম অপকর্ম করার সময় দেশটির পুলিশ এই নরাধমকে পূর্ণ নিরাপত্তা দেয়।
সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে কানয়ানি বলেন, “আমরা সুইডেনে পবিত্র কুরআন অবমাননার পুনরাবৃত্তির কঠোর নিন্দা জানাচ্ছি। এই জঘন্য কর্মের মাধ্যমে সারাবিশ্বের মুসলিমদের অনুভূতিতে চরম আঘাত করার জন্য আমরা সুইডিশ কর্তৃপক্ষকে দায়ী মনে করছি।” সম্প্রতি পবিত্র ঈদুল আজহার দিন প্রথম ওই ইরাকি নরাধম সুইডিশ সরকারের অনুমতি নিয়ে স্টকহোমের প্রধান মসজিদের সামনে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। সে ঘটনার বিরুদ্ধে মুসলিম বিশ্ব তীব্র প্রতিবাদ জানায় এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তখনও একবার সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে। এতকিছুর পর আবার একই ব্যক্তি একই স্থানে কুরআন অবমাননার জন্য সুইডিশ সরকারের অনুমতি লাভ করে।
বৃহস্পতিবার স্টকহোমে কুরআন অবমাননার পূর্বঘোষিত সময়সূচির কয়েক ঘণ্টা আগে ইরাকের রাজধানী বাগদাদের সুইডিশ দূতাবাসের সামনে হাজার হাজার প্রতিবাদি জনতা বিক্ষোভ দেখান এবং এক পর্যায়ে তারা দূতাবাসটিতে আগুন ধরিয়ে দেন। এছাড়া ইরাক সরকার বৃহস্পতিবার বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং স্টকহোম থেকে নিজের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে প্রত্যাহার করে নিয়েছে।
Leave a Reply