October 23, 2025, 1:17 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল আবার শুরু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল ৯টায় থেকে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে ৩৪৯ জন পর্যটক নিয়ে জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। দুপুর সাড়ে ১২টায় জাহাজটি সেন্টমার্টিনের জেটিতে গিয়ে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় মঙ্গলবারের পর থেকে বুধ, বৃহস্পতি ও শুক্রবার মোট তিন দিন বন্ধ ছিল টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজ বারো আউলিয়া। এসময় এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন।

আবহাওয়া অনুকূলে থাকায় তিন দিন পর আজ শনিবার জাহাজ চলাচলের অনুমতি পেয়ে বারো আউলিয়া সেন্টমার্টিনের দিকে যাত্রা করে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সকাল থেকে ট্রলারসহ সবকিছু চলাচলের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে ফিরতি ট্রিপে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page