July 30, 2025, 11:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিয়ে হওয়ায় স্কুল থেকে শিক্ষার্থীকে বের করে দিলেন প্রধান শিক্ষক ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান আওয়ামী লীগকে কেন্দ্র করে পুলিশের বিশেষ শাখা কর্তৃক ‘বিশেষ সতর্কতা’ জারি জাল ইমিগ্রেশন স্ট্যাম্পে মালয়েশিয়ায় প্রবেশচেষ্টার দায়ে ১৫ বাংলাদেশি আটক অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও চায়না মিডিয়া গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ আগামী বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ; ৪ দিন পর ৯ জেলে উদ্ধার ; এখনও নিখোঁজ ৬ জন ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ    সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণা 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

সৌদি আরবের প্রাইভেট সেক্টরে একসঙ্গে দুটি চাকরি করার সুযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কর্মজীবীদের জন্য দারুণ সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মজীবীরা দেশটিতে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন। মূলত প্রাইভেট সেক্টরে কর্মরত ব্যক্তিদের এই অনুমতি দিয়েছে সৌদি সরকার।

সোমবার (২৭ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন প্রাইভেট সেক্টরের কর্মীরা। এক্ষেত্রে চুক্তিপত্র ও আইনগতভাবে কর্মীদের সব সুবিধা নিশ্চিত করা হবে। পূর্বে একাধিক কাজ করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তার আর কাজ করবে না।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব নিজেদের চাকরির বাজার ঢেলে সাজাচ্ছে। এমনকি, তারা তাদের চাকরির বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তোলার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে এ খাতের পৃষ্ঠপোষকতা বাড়াতে ব্যাপক সংস্কার করেছে দেশটি।

যেসব সংস্কার আনা হয়েছে তার অধীনে অভিবাসী কর্মীরা প্রতিবছর নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশের বাইরে যাওয়ার ও ফিরে আসার সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া নতুন নীতির আওতায় অভিবাসী শ্রমিকরা নিয়োগকর্তার অনুমতি ছাড়াই বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

বর্তমানে সৌদিতে মোট জনসংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন (২০২২ সালের আদমশুমারি অনুযায়ী)। এরমধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, দেশটিতে প্রবাসীর সংখ্যা প্রায় ১ কোটি ৩৪ লাখ। যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।

প্রবাসীদের মধ্যে ২০ লাখের বেশিই বাংলাদেশি। এর পরেই রয়েছে ভারত ও পাকিস্তান। দেশটিতে ১০ লাখ ৮৮ হাজার ভারতীয় ও ১০ লাখ ৮১ হাজার পাকিস্তানি প্রবাসী রয়েছে। ২০১০ সাল থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে স্থানীয় নাগরিকের সংখ্যা বেড়েছে ৪৮ লাখ। আর প্রবাসীর সংখ্যা বেড়েছে ৩৫ লাখ। সূত্র: আরব নিউজ

আজকের বাংলা তারিখ



Our Like Page