অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যাটোর সদস্য রাষ্ট্র স্লোভাকিয়ার সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন রাশিয়াপন্থী এসএমইআর পার্টির রাজনীতিবিদ রবার্ট ফিকো। স্থানীয় সময় সকাল ৬ টায় দেশটির পরিসংখ্যান অফিসের ফলাফল অনুযায়ী তাকে জয়ী ঘোষণা করা হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, শনিবার অনুষ্ঠিত স্লোভাকিয়ার সংসদীয় নির্বাচনে প্রায় সমস্ত ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বে মস্কোপন্থি দল স্মেয়ার-এসএসডি পার্টি এতে জয়ী হতে চলেছে। মস্কোপন্থি এই দলটি প্রায় ২৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে স্লোভাকিয়া কিয়েভকে সমর্থন করে যাচ্ছে। যুদ্ধে সহায়তার জন্য স্লোভাকিয়া ছিল প্রথম দেশ যারা ইউক্রেনে বিমান প্রতিরক্ষা পাঠায় এবং এটি কয়েক হাজার শরণার্থীকে স্বাগত জানায়।
কিন্তু ফিকো ক্ষমতায় এলে সবই বদলে যেতে পারে। ফিকো কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য স্লোভাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বলেছেন, তিনি যদি প্রধানমন্ত্রী হন স্লোভাকিয়া ইউক্রেনে আর কোনও গোলাবারুদ পাঠাবে না। তিনি ইউক্রেনের ন্যাটোতে যোগদানেরও বিরোধী।
তিনি এবং তার সহযোগীরা যুক্তি দেয় যে, আমাদের ইউক্রেনে অস্ত্র পাঠানো উচিত নয় কারণ এটি যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। তারা বলছে, আমরা যদি ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করি তাহলে শান্তি আসবে। কারণ আমরা ইউক্রেনের পাশে না দাঁড়ালে সংঘাত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
ফিকো এর আগে এক দশকেরও বেশি সময় ধরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ থেকে ২০১০ এবং ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। অনুসন্ধানী সাংবাদিক জ্যান কুসিয়াক এবং তার বাগদত্তা মার্টিনা কুশনিরোভা হত্যার প্রতিবাদে কয়েক সপ্তাহের ব্যাপক বিক্ষোভের পর ২০১৮ সালের মার্চ মাসে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।