October 13, 2025, 3:27 pm
শিরোনামঃ
ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার পিআর ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে : বিএনপি মহাসচিব আগামী ১৬ অক্টোবর ইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ঢাকা সেনানিবাসের একটি ভবনকে ‌‘কারাগার’ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ লিটারে ৬ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম ঈশ্বরদীতে কুরিয়ারের পার্সেলের ভেতর থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার চট্টগ্রামে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক ও হেলপার গ্রেফতার টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান ; ৭ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
এইমাত্রপাওয়াঃ

১০০ টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য বড় বড় কথা বলছে। বিএনপির লক্ষ্য হচ্ছে ক্ষমতা। আর তাদের দাবি একটাই শেখ হাসিনাকে সরাও, আওয়ামী লীগ সরকারকে সরাও। কিন্তু বিএনপি একবারও বলে না, ক্ষমতায় গেলে আমরা এই উন্নয়ন করব, মানুষের জন্য এটা-সেটা করব। বিএনপির চেষ্টা একটাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাও

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার দেড় শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের বরাদ্দকৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বিএনপি স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করেছে। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা, আবার সিরিজ বোমা হামলাও করল। তারা আবার বাংলা ভাই সৃষ্টি করল এবং দেশের বিরুদ্ধে মিথ্যাচারও করল। আসলে বিএনপি গুলির মাধ্যমে, আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় আসে। আগামীতে ক্ষমতায় আসার জন্য তারা আবারও সেই একই টেকনিক ব্যবহার করছে। কারণ বিএনপি কখনো মানুষের মন জয় করে ক্ষমতায় আসতে চায় না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ এখন শিক্ষিত হয়েছে, তারা জানে কোথায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। সেই দিন ভুলে যান, ১০০ টাকা দিয়ে মানুষের ভোট কিনে নেওয়ার দিন শেষ। আগুন সন্ত্রাস, গুলি, নাশকতার মাধ্যেমে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা করোনা নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। আমরা চেষ্টা করছি ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে। দেশের জনগণ সচেতন হলেই কেবল ডেঙ্গু মোকাবিলা সম্ভব। করোনা, ডেঙ্গুর মতো আরও অনেক মহামারি আসতে পারে, কাজেই সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। ডেঙ্গুতে সারাদেশে দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছে আর মৃত্যুবরণ করেছে এক হাজার ১০০ জন মানুষ। পৌরসভার অনেক কাজ রয়েছে, সারা বছরেই মশা নিধনের কর্যক্রম অব্যাহত রাখতে হবে। এতে করে মশা কমবে আর ডেঙ্গুর প্রকোপও কমবে।

পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনিসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page