অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান-রাশিয়া অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক আলেকজান্ডার শারভ জানিয়েছেন, ইরানের বাজারে রুশ ব্যবসায়ীদের উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধির পেয়েছে। আগামী চার বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য এক হাজার কোটি ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করছেন।
ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক এই বিশেষজ্ঞ এক সাক্ষাৎকারে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সাথে সহযোগিতা ও লেনদেনে যুক্ত রুশ উদ্যোক্তার সংখ্যা তিনগুণ বেড়েছে।
টিভি ব্রিকস-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বাণিজ্য বিশেষজ্ঞ শারভ দুই দেশের মধ্যে ব্যাপক ভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের কথা উল্লেখ করে বলেছেন, এই চুক্তিটি অর্থনৈতিক সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
শারভ মনে করেন, আগামী তিন থেকে চার বছরের মধ্যে ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ বর্তমান চারশ’ কোটি ডলার থেকে বেড়ে প্রায় এক হাজার কোটি ডলারে উন্নীত হবে।
তার মতে, এই প্রবৃদ্ধি মূলত গ্যাস, পেট্রোকেমিক্যাল পণ্য, খাদ্য এবং কাস্পিয়ান সাগর অববাহিকায় পরিবহন রুটের উন্নয়নের মাধ্যমে অর্জন করা সম্ভব হবে।
ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের (ইএইইউ) কাঠামোর মধ্যেও তেহরান এবং মস্কোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মনে করেন। এই বিশেষজ্ঞের মতে, “ইরান ইউরেশিয়ান ইউনিয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে। প্রথমে একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতে সম্ভবত ইরান ঐ ইউনিয়নের পূর্ণ সদস্য হয়ে যাবে।”
এই প্রতিবেদন অনুসারে, ইরান এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার চুক্তি আগামী ১৫ মে থেকে কার্যকর হবে। এই চুক্তি অনুসারে ইরান এবং এই ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যে ৮০ শতাংশেরও বেশি পণ্যের উপর শুল্ক বাতিল করা হবে। এই ইউনিয়নের সদস্য দেশগুলো হলো- রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান এবং কিরগিজস্তান।