অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর আবার বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয় রেলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনএর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বন্ধ ছিল দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত ও রেলপথ বাণিজ্য।
এরপর গত ১২ আগস্ট রেল কর্তৃপক্ষ বাণিজ্য ও যাত্রী চালুর দাবিতে ভারত সরকারের রেল কর্তৃপক্ষকে চিঠি দেয়। তবে ভারত তাৎক্ষণিক সাড়া না দিলেও ৪৭ দিন পর আজ থেকে রেলপথে পণ্য পরিবহন সেবা চালু করা হয়েছে।
Leave a Reply