অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএসসি জানিয়েছে, প্রার্থীদের আবেদনপত্রে দেওয়া তথ্য, জমাকৃত ডকুমেন্ট, সনদপত্র এবং অঙ্গীকারনামার ভিত্তিতে এ মনোনয়ন দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্ট ও প্রাক-নিয়োগ ভেরিফিকেশন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে নিয়োগকারী সংস্থা নিয়োগ নিশ্চিত করবে।
এছাড়া প্রকাশিত মনোনয়নে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা পিএসসি সংরক্ষণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ফলাফল পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd/-এ।