ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা গ্রামে কলা গাছ নষ্ট ও ভাঙ্গার অভিযোগ উঠেছে। ধলহারা গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর মিয়ার (৬৭) জমির ধারে লাগানো প্রায় অর্ধশতাধিক কলা গাছ নষ্ট ও ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। মো: জাহাঙ্গীর মিয়া জানান, তার বাড়ির পাশের কিছু চাষের জমি আছে এবং জমির নিকটে কিছু বসত বাড়ি আছে। কিছু দিন পূর্বে তিনি বাড়ির পাশে একটা জমিতে ধানের পাতো ও চারায় ঔষধ প্রয়োগ করে। প্রতিবেশীরা মনে করেন তার দেওয়া ঔষধ খেয়ে তাদের তিনটি মুরগী মারা গেছে। তখন মো: জাহাঙ্গীর এর পরিবারের উপর তার প্রতিবেশী রাম প্রসাদ মন্ডল (৫৫), অশিম কুমার মন্ডল(৩৫) উভয় পিতা- প্রমথনাথ মন্ডল, অর্পনা মন্ডল (৩০) স্বামী অশিম কুমার মন্ডল, অঞ্জনা রানি মন্ডল (৪৫) স্বামী- রামপ্রসাদ মন্ডল, সুন্দরী বেগম (৪৬) স্বামী মোস্তাক মন্ডল, রুপালি বেগম (২০) পিতা- মোস্তাক মন্ডল রাগান্বিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার পরিবারের সকলের সামনে তার লাগানো অর্ধ শতাধিক কলা গাছ ভেঙে ফেলে ও নষ্ট করে দেয়। বিষয়টি নিয়ে মাগুরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জমির মালিক মোঃ জাহাঙ্গীর মিয়া।
Leave a Reply