স্টাফ রিপোর্টার : সারাদেশে চলমান বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের ডাকা ১ দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ ৪ আগস্ট রবিবার দুপুর ১টার দিকে মহেশপুর পোষ্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজ বাসস্টান্ড ভাস্কার্য মোড়ে যাওয়ার পথে থানা গেটের সামনে গেলে পুলিশি বাধার সম্মুখিন হন। পরে তারা পুলিশকে উদ্দেশ্যে করে ‘’ভুয়া-ভুয়া’’ শ্লোগান দিয়ে পিছনে সরে এসে বিভিন্ন পয়েন্ট দিয়ে কলেজ বাসষ্টান্ডে গিয়ে জড়ো হয়। সেখানে তারা মিছিল ও সমাবেশ করে।
এ সময় আন্দোলনরত ছাত্ররা বলেন, গনহত্যা ও গনগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলনে নেমেছি। আমরা ৯ দফা থেকে সরে এস ১ দফা দাবি জানাচ্ছি। আমরা শেখ হাসিনার সরকারের পদত্যাগ কার্যকর না করে ঘরে ফিরবো না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রী সম্বনয়ক নাছিম বলেন, ১ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। আমরা এই সরকারের পদত্যাগ চাই। এই দাবি বাংলাদেশের আপামর জনতার। এই সরকারের পদত্যাগ কার্যকর না করে ঘরে ফিরবো না।
পরে বিকালে খালিশপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
Leave a Reply