ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আপন ৫ ভাইয়ের বাড়িতে দূর্বৃত্তদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সরজমিনে সোমবার ১২ আগস্ট ক্ষতিগ্রস্থ বাড়িতে দেখা যায় ধ্বংসের চিহ্ন।
গত সোমবার ৫ আগস্ট দেশব্যাপী দূর্বৃত্তদের হামলা ও লুটপাটের স্বীকার হয়েছে এই ভুক্তভোগী সাধারণ পরিবারের লোকজন। গোয়ালপাড়া গ্রামের মুজিবর রহমান শেখ এর ৫ পুত্র শাহিদ শেখ (৫০), সালাম শেখ (৪৫), আলাউদ্দিন শেখ (৪০), মফিজ শেখ (৩৭) ও আলী হাসান শেখ (৩৫) এর বাড়িতে ১ শত দূর্বৃত্ত লোকজন দলবদ্ধ ভাবে আক্রমণ, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। আলী হাসানের স্ত্রী মিনা খাতুন জানান, আমাদের পাঁচ পরিবার থেকে ৫০ মন ধান, ২৫ মন গম, ২০ মন পাট, আলাউদ্দিনের স্ত্রী ফেরদৌসী নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, শাহিদ শেখের স্ত্রী শাহিদার ২ লাখ টাকা মূল্যর গরু লুট, সালাম শেখের স্ত্রী সেলিনা বেগমের ভেড়া ও পাট, বেটার বৌ জেসমিন খাতুনের স্বর্ণের কানের দুল ও গলার চেন, মফিজ শেখের স্ত্রী রুপসানা খাতুনের ৮ আনা ওজনের সোনার কানের দুল সহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট, ঘর ভাংচুর করে দূর্বৃত্ত লোকজন।
গোপন সূত্রে জানা যায়, এলাকার মঞ্জু বিশ্বাস, আলামিন বিশ্বাস, ফজলু বিশ্বাস, বাবু, তুহিন, হৃদয়, সাব্বির ছিলো লুটপাটের প্রধান ভুমিকায়। ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, এখনও আমাদের সবসময় জীবননাশের হুমকি ধামকি ও গ্রাম ছাড়ার জন্য পায়তারি করছে। এজন্য আমরা সরকারের কাছে আমাদের জীবনের নিরাপত্তা চাই যাতে আমরা ভালোভাবে বসবাস করতে পারি এবং আমাদের লুটপাট হয়ে যাওয়া জান-মালামাল ফেরত চাই।
Leave a Reply