অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য মামুনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলার আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাকিবুল হাসান জানান, ওই গ্রামে ওহাব-গোলাপ গ্রুপের সঙ্গে ইউপি সদস্য মামুন-ইয়াহিয়া গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ লেগেই থাকতো।
দুই গ্রুপের লোকজন একে অপরের মাঠের ফসল কর্তন, দোকান ভাঙচুরসহ বিভিন্নভাবে অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। ১৯ আগস্ট বিকেলে দুই গ্রুপের সঙ্গে মারামারি হয়।
এরই জের ধরে শুক্রবার সকাল থেকে আবারো তারা সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় চলা সংঘর্ষে শনিবার প্রতিপক্ষের লোকজন ইউপি সদস্য মামুনের ওপর হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তার পায়ে ও কোমরে ধারালো অস্ত্রের আঘাতের চিহু রয়েছে।
ময়নাতদন্তের জন্য মামুনের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply