January 5, 2026, 7:56 am
শিরোনামঃ
একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু  রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যার মূল আসামি গ্রেপ্তার ঝিনাইদহে ভিডিপি দিবস উপলক্ষে সভা ও শোভাযাত্রা সিলেটে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ২০ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক সুন্দরবনে দুর্ঘটনার শিকার জাহাজ থেকে ৪৪ পর্যটককে উদ্ধার করলো কোস্টগার্ড-নৌপুলিশ রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মাচাদোর পরিণতি বিশ্বাসঘাতকদের জন্য সতর্কবার্তা ‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’ ; বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা মসজিদ নিয়ে ইসরাইলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানালো সৌদি আরব

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গুইয়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরব আল-আকসা মসজিদ সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা করেছে। একই সাথে রিয়াদ পবিত্র এই স্থানটির ঐতিহাসিক ও আইনগত মর্যাদাকে সম্মান করারও আহ্বান জানিয়েছে।

উগ্র ও চরমপন্থী হিসাবে পরিচিত ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গুইয়ের এক বিবৃতিতে দাবি করেছেন, আল-আকসা মসজিদে ইহুদিবাদীরা উপাসনা করতে পারে,  কেননা সেখানে ইহুদি ও মুসলমানদের জন্য আইন সমান। তিনি সেখানে একটি ইহুদি উপাসনালয় ‘সিনাগগ’ নির্মাণ পরিকল্পনার কথা জানানোর পর থেকে এ বিতর্ক শুরু হয়।

আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদ সম্পর্কে ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গুইয়েরের উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে, ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়-দায়িত্ব ইসরাইলি কর্মকর্তাদেরকে নিতে হবে। একইসাথে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে মানবিক বিপর্যয় অবসানের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদ সম্পর্কে আন্তর্জাতিক আইন বিরোধী উগ্র এই ইহুদিবাদী মন্ত্রীর বক্তব্যের নিন্দা করে বলেছে, ফিলিস্তিনে ইসলামের পবিত্র স্থাপনা রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্ডান সরকার।

আল-আকসা মসজিদ ধ্বংস করা এবং সেখানে একটি ইহুদি উপাসনালয় নির্মাণের ধারণাটি ইহুদিবাদীদের বিশ্বাসের মধ্যে নিহিত এবং বছরের পর বছর ধরে চরমপন্থী ইহুদিরা এ বিশ্বাস লালন করে আসছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page